ICC World Cup 2023 England vs New Zealand: বিশ্বকাপ শুরুতেই ভাঙল ব্রিটিশদের উঁচু নাক, আহমেদাবাদের ফাঁকা মাঠে ১৯-এর বদলা নিল নিউজিল্যান্ড

Last Updated:

ICC World Cup 2023 England vs New Zealand: গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের থেকে এমন পারফরম্যান্স অপ্রত্যাশিত। বিশ্বকাপের প্রথম ম্যাচেই ব্রিটিশদের ঔদ্ধত্য ভেঙে খানখান। ২০১৯ সালে বিশ্বকাপ ফাইনালে হারের বদলা ২০২৩-এর বিশ্বকাপের বোধনেই নিল নিউজিল্যান্ড।

বিশ্বকাপ শুরুতেই ভাঙল ব্রিটিশদের উঁচু নাক
বিশ্বকাপ শুরুতেই ভাঙল ব্রিটিশদের উঁচু নাক
আহমেদাবাদ: গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের থেকে এমন পারফরম্যান্স অপ্রত্যাশিত। বিশ্বকাপের প্রথম ম্যাচেই ব্রিটিশদের ঔদ্ধত্য ভেঙে খানখান। ২০১৯ বিশ্বকাপ ফাইনালে হারের বদলা ২০২৩-এর বিশ্বকাপের বোধনেই নিল নিউজিল্যান্ড। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ব্যাটে- বলে দুরমুশ করে সহজ জয় কিউয়িরা। ৯ উইকেটে ব্রিটিশ লায়ন্সদের লজ্জার হারের স্বাদ দিল ব্ল্যাক ক্যাপসরা। ম্যাচে জোড়া সেঞ্চুরি করে নায়ক ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র।
ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮২ রান করে ইংল্যান্ড। জো রুট, অধিনায়ক জস বাটলার ও জনি বেয়ারস্টো ছাড়া কোনও ইংল্যান্ড ব্যাটার সেভাবে দাগ কাটতে ব্যর্থ হয়।ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলেন জো রুট। এছাড়া বাটলারের ৪৩ ও বেয়ারস্টোর ৩৩ রান ছাড়া তেমন কোও উল্লেখযোগ্য ইনিংস নেই। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন ম্যাট হেনরি।
advertisement
রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়ন নিউজিল্যান্ডের। ১০ রানে প্রথম উইকেট পড়ে। এরপর গোটা ম্যাচ জুড়ে শুধু ডেভন কনওয়ে ও রাচিন রাবীন্দ্র শো। অনবদ্য ব্যাটিং করেন দুই তরুণ ব্যাটার। শতরান করেন উভয়ই। বিশ্বকাপের প্রথম ম্যাচেই ২৭৩ রানের রেকর্ড পার্টনারশিপ করে দলকে জয় এনে দেন। ১৫২ রান করে অপরাজিত থাকেন ডেভন কনওয়ে ও ১২৩ রানে অপরাজিত থাকেন রাচিন রবীন্দ্র।
advertisement
advertisement
ম্যাচের পাশাপাশি আরও একটি বিষয় নজর কাড়ে তা হল আহমেদাবাদ স্টেডিয়ামে ফাঁকা মাঠ। বিশ্বকাপে প্রথম ম্যাচ তাও আবার গতবারের দুই ফাইনালিস্ট দল। ফলে ম্যাচ ঘিরে দর্শদের মধ্যে আলাদা উন্মাদনা প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু কার্যত ফাঁকা মাঠ অবাক করে সকলকেই।
বাংলা খবর/ খবর/খেলা/
ICC World Cup 2023 England vs New Zealand: বিশ্বকাপ শুরুতেই ভাঙল ব্রিটিশদের উঁচু নাক, আহমেদাবাদের ফাঁকা মাঠে ১৯-এর বদলা নিল নিউজিল্যান্ড
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement