গেইল, রাসেলরা ফেরায় চনমনে ক্যারিবিয়নরা, টেমসের পাড়ে ক্যালিপসোর অপেক্ষা

Last Updated:
#লন্ডন: বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে ৩১ মার্চ দৌড় শুরু করছে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ৷ গতবার কোয়ার্টার ফাইনালে পৌঁছেও শেষপর্যন্ত খালি হাতেই ফিরতে হয় ক্যারিবিয়ানদের ৷ তবে এবার নতুন করে আত্মবিশ্বাসকে সম্বল করে পূর্ণ শক্তির দল নিয়ে কাপ দখলের লড়াইয়ে নামছে ক্যারিবিয়ানরা ৷ টেমসের পাড়ে ক্যারিবিয়ান ক্যালিপসোর অপেক্ষায় গোটা বিশ্ব ৷
প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দাপুটে ৪২১ রান করে ওয়েস্ট ইন্ডিজ বুঝিয়ে দিয়েছে যে কাপ যুদ্ধে নামার আগে তারা সম্পূর্ণভাবে প্রস্তত ৷ ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই টিমের মধ্যে গ্যারি সোবার্স-লয়েডের সময়ের ওয়েস্ট ইন্ডিজের ছায়া দেখা যাচ্ছে ৷ তাই কাপ জয়ের দৌড়ে ক্যারিবিয়ানদের এগিয়েই রাখছেন তারা ৷
west
advertisement
advertisement
ওয়েস্ট ইন্ডিজের শক্তি
অধিনায়ক জেসন হোল্ডারের নেতৃত্বে ৩১ মার্চ পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ ৷ বিশ্বকাপ টিমে রয়েছে আন্দ্রে রাসেল ও ক্যারিবিয়ান জায়েন্ট ক্রিস গেইল ৷ আইপিএল-এ রাসেল ও রানমেশিন গেইলের দুরন্ত প্রদর্শনে ব্যাটিং লাইন আপ নিয়ে আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ ৷ এছাড়া দলে অলরাউন্ডারের সংখ্যাও প্রচুর ৷ শেষ সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স ও বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সে আত্মবিশ্বাস তুঙ্গে ক্যারিবিয়ানদের ৷
advertisement
শুধু ব্যাটিং নয়, ওয়েস্ট ইন্ডিজের বোলিং টিমও যথেষ্ট শক্তিশালী ৷ অফ স্পিনার অ্যাশলে নার্সের উপর দলের স্পিন আক্রমণের দায়িত্ব ৷ এছাড়া কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল, ওশেন থমাস, শেল্ডন কটরেলের সাম্প্রতিক পারফরম্যান্সও যথেষ্ট আশাপ্রদ ৷
advertisement
একইসঙ্গে ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার অভিজ্ঞতাও এগিয়ে রাখছে এই টিমকে ৷
দুবর্লতা
বিশ্বকাপ টিমের প্লেয়ারদের এই শেষ এক বছরে দেশের হয়ে খেলার অভিজ্ঞতা কম ৷ বিশ্বের বিভিন্ন লিগে ক্লাব বা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন রাসেল, গেইলের মতো সেরা ক্যারিবিয়ান প্লেয়াররা ৷
ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপের টিম খুঁটিয়ে দেখলে দেখা যাবে, গেইল, রাসেল, হোল্ডারের মতো দু’তিনজন প্লেয়ারের ওপর অতিরিক্ত নির্ভরতা দলকে আদতে দুর্বল করছে ৷
advertisement
৫০ ওভারের থেকে টি-টোয়েন্টি ম্যাচ বেশি খেলার অভ্যেস এদের বিপক্ষে কাজ করতে পারে ৷
নজরে থাকবেন যারা (key player)
আন্দ্রে রাসেল
ক্রিস গেইল
জেসন হোল্ডার
কেমার রোচ
শ্যানন গ্যাব্রিয়েল
ওশেন থমাস
advertisement
শেল্ডন কটরেল
বাংলা খবর/ খবর/খেলা/
গেইল, রাসেলরা ফেরায় চনমনে ক্যারিবিয়নরা, টেমসের পাড়ে ক্যালিপসোর অপেক্ষা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement