India vs Ireland: ডু অর ডাই ম্যাচে স্মৃতির স্মরণীয় ইনিংস, আইরিশদের ১৫৬ রানের টার্গেট দিল ভারত

Last Updated:

India vs Ireland: টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি মহিলা টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট কর ১৫৫ রান করল ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৮৭ রানের ইনিংস খেললেন স্মৃতি মন্ধনা।

পোর্ট এলিজাবেথ: স্মৃতি মন্ধনার অনবদ্য ইনিংসে ভর করে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সন্তোষজনক স্কোর করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ইংল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ হারের পর আইরিশদের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক হরমনপ্রীত কউর। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান করল ভারত। যার অর্ধেকের বেশি রান একাই করলেন স্মৃতি মন্ধনা। ভারতীয় বাঁ হাতি ওপেনারের ব্যাট থেকে আসল ৫৬ বলে ৮৭ রানের ঝকঝকে ইনিংস। ৯টি চার ও ৩টি ছয়ে সাজানো স্মৃতির এই ইনিংস।
এদিন টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল দুই ভারতীয় ওপেনার স্মৃিত মন্ধনা ও শেফালি ভার্মা। স্মৃতি শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন। ঠান্ডা মাথায় ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন শেফালি। ওপেনিং জুটিতে অর্ধশতরানের পার্টনারশিপও করেন দুই ভারতী ওপেনার। দলের ৬২ রানের মাথায় ব্যক্তিগত ২৪ রান করে আউট হন শেফালি। এরপর অধিনায়ক হরমনপ্রীত কউরের সঙ্গে ৫২ রানের পার্টনারশিপ করেন স্মৃতি। নিজের অর্ধশতরান পূরণ করেন স্মৃতি। ১১৪ রানের দ্বিতীয় উইকেট পড়ে ভারতের। ১৩ রান করে আউট হন হরমনপ্রীত কউর।
advertisement
আয়ারল্যান্ডের বিরুদ্ধে এদিন ব্যাট হাতে ব্যর্থ হন রিচা ঘোষ। খাতা না খুলেই সাজঘরে ফেরত যান তিনি। ১১৫ রানে তৃতীয় উইকেট পড়ে। এরপর জেমাইমা রড্রিগেজ ও স্মৃতি মন্ধনা ২৮ রানের পার্টনারশিপ করেন। ১৪৩ রানের চতুর্থ উইকেট পড়ে। ৮৭ রান করে আউট হন স্মৃতি। দীপ্তি শর্মাও খাতা না খুলে সাজঘরে ফেরেন। শেষের দিকে ১৯ রানের ইনিংস খেলেন জেমাইমা রড্রিগেজ। শেষ বলে রান আউট হন তিনি। ১৫৫ -তে থামে ভারতের ইনিংস।
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Ireland: ডু অর ডাই ম্যাচে স্মৃতির স্মরণীয় ইনিংস, আইরিশদের ১৫৬ রানের টার্গেট দিল ভারত
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement