India vs Bangladesh: তেড়ে যাওয়া থেকে ধাক্কা দেওয়া! ছোটদের বিশ্বকাপেও ভারত-বাংলাদেশ ম্যাচে মাঠে তুমুল ঝামেলা

Last Updated:

ICC U19 World Cup India vs Bangladesh: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে একতরফা জয় পেয়েছে ভারতীয় দল। ছোটদের ম্যাচেও ভাইরাল দুই দলের ক্রিকেটারদের ঝামেলার ভিডিও।

ছোটদের বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচে তুমুল ঝামেলা
ছোটদের বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচে তুমুল ঝামেলা
কেপটাউন: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে একতরফা জয় পেয়েছে ভারতীয় দল। ছোটদের ম্যাচ হলেও মাঠে উত্তেজনার কোনও অভাব ছিল না। ভারতের ব্যাটিংয়ের সময় দুই দলের ক্রিকেটারদের ঝামেলা ছাপিয়ে গেল বড়দেরকেও। যেই ভিডিও এখন ভাইরাল।
শনিবার ২ উইকেট হারিয়ে ব্যাট করছিল ভারতীয় দল। সেই সময় ক্রিজে ছিলেন জুনিয়ার টিম ইন্ডিয়ার অধিনায়ক উদয় সাহারান ও আদর্শ সিং।  বাংলাদেশের বোলার আরিফুল ইসলামের সঙ্গে ঝামেলা বাধে উদয়ের। ভাইরাল ভিডিওতে দেখা যায় উদয়ে সাহারানের দিকে তেড়ে যান আরিফুল। উদয়ও আরিফুলের দিকে তেড়ে গিয়ে ধাক্কা দেন।
ঝামেলার সূত্রপাত আরিফুলের সেলিব্রেশনকে কেন্দ্র করে। ভারতীয় ব্যাটারদের আউট করার আঙুল উচিয়ে তাদের সাজঘরে যাওয়ার ভঙ্গিমায় সেলিব্রেশন করছিলেন আরিফুল। সেটি ভালভাবে নেন অধিনায়ক উদয় সাহারান। তারপরই ঝামেলার সূত্রপাত। পরে আম্পায়ার এসে পরিস্থিতি শান্ত করে। তবে মাঠে গরমা-গরম পরিস্থিতি বজায় থাকে বেশি কিছু সময়।
advertisement
advertisement
প্রসঙ্গত, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান করে ভারত। আদর্শ সিং ৭৬ ও উদয় সাহারান খেলেন ৬৪ রানের ঝকঝকে ইনিংস। রান তাড়া করতে নেমে মাত্র ১৬৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। সর্বোচ্চ ৪টি উইকেট নেন সাউমি কুমার পাণ্ডে। ৮৪ রানের বড় জয় পায় জুনিয়র টিম ইন্ডিয়া।
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Bangladesh: তেড়ে যাওয়া থেকে ধাক্কা দেওয়া! ছোটদের বিশ্বকাপেও ভারত-বাংলাদেশ ম্যাচে মাঠে তুমুল ঝামেলা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement