ICC T20 World Cup: টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ধামাল শোয়েবের, স্বামীর গর্বে গ্যালারিতে যা করলেন সানিয়া, ভাইরাল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
স্বামী পাকিস্তান দলের তারকা অলরাউন্ডার শোয়েব মালিক (Shoaib Malik) আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup) দুরন্ত ৫০ রান করেন৷ সানিয়া মির্জার সেই সব ছবি ভাইরাল (Viral) হয়েছে৷
টি#কলকাতা: ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা (Sania Mirza) শারজা ক্রিকেট স্টেডিয়ামে রবিবার দারুণ উচ্ছ্বসিত৷ আর হবে নাই বা কেন? তাঁর স্বামী পাকিস্তান দলের তারকা অলরাউন্ডার শোয়েব মালিক (Shoaib Malik) আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup) দুরন্ত ৫০ রান করেন৷ পাকিস্তানের জার্সিতে টি টোয়েন্টি সবচেয়ে দ্রুত অর্ধশতরান করে ফেললেন তিনি৷ ১৮ বলে ৫৪ রান করেন তিনি৷ তাঁর এই ইনিংসের সুবাদেই নিজেদের গ্রুপে টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) হয়ে রইল পাকিস্তান৷
রবিবার স্কটল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান ম্যাচ জিতে যায়৷ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) সুপার ১২ স্টেজে সব ম্যাচ অপরাজিত থাকল৷ শোয়েব মালিকের (Shoaib Malik) ১৮ বলে ৫৪ রান করেন তিনি৷ সানিয়া মির্জা স্বামী গর্বে গর্বিতা হয়ে ব্যাপক নাচানাচি করেন৷ দেখে নিন কীভাবে সানিয়া মির্জা (Sania Mirza) স্বামী শোয়েব মালিকের (Shoaib Malik) জন্য সেলিব্রেশন করেন৷ দেখে নিন সেই সমস্ত মুহূর্তের ছবিগুলি৷
advertisement
সানিয়া মির্জার সেই সব ছবি ভাইরাল (Viral) হয়েছে৷
advertisement
Sania Mirza's team was knocked out of the World Cup but she still enjoying her hubby batting 🤩🤩🤩 pic.twitter.com/njmX9bKco4
— S O H A I L👓 ( سہیل) (@Msohailsays) November 7, 2021
#SaniaMirza forget India's defeat and she's here in the Ground for her Husband's Support APPRECIATION ❤️😊 pic.twitter.com/v4jwo4cZ9r
— Nimmz__🔥 (@Chlo_shaba_kato) November 7, 2021
advertisement
‘‘হ্যাঁ আমরা ভালো ফর্ম্যাটে কিন্তু আমি আমার পারফরম্যান্স ধারাবাহিক করতে চাই দলের জন্য৷ বাকি আমি ফিট করছি৷ বড় ম্যাচের জন্য আমরা যাচ্ছি৷ আমাদের সেরাটা দিতে চাই৷ ’’ মালিক ম্যাচের শেষের সাংবাদিক সম্মেলনে এই খবর দেন৷
advertisement
মালিক শারজাতে বলেন, ‘‘আমরা যেমন আগের খেলায় দেখছি তেমনিই শুরুর উইকেট হারানো হবে না৷ তাহলে রান তাড়া করা সম্ভব হবে৷ আমাদের ড্রেসিং রুমে এই নিয়ে আলোচনা করছি৷ অন্তত ১৫০ রান করতেই হবে আর দেখতে হবে খুব বেশি উইকেট যেন না হারাই৷
শারজা ভ্যেনু আর পাঁচটা ভ্যেনুর থেকে আলাদা৷ মালিক বলেছেন, ‘‘এই স্ট্রিপে আমরা খেললে, এই গোলে পৌঁছনোর জন্য দুটি বল দেখে নাও, তারপর খেলতে শুরু করব৷ এই ট্র্যাকে ৬-৮ বল তারপর খেলতে শুরু করে৷ জয়টা বড় বিষয়৷ আমাদের ভিতরে আত্মবিশ্বাস রয়েছে এই টুর্নামেন্টের জন্য৷ ’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 08, 2021 1:27 PM IST