T20 Australia team profile : প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে মরিয়া পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

Last Updated:

ICC T20 World Cup Australia squad mixture of youth and experience looking for first trophy. নিজের চেনা ছন্দের ধারে কাছে নেই ডেভিড ওয়ার্নার। আইপিএলে ব্যর্থ হয়েছেন। সানরাইজার্স অধিনায়ক হিসেবে তাকে সরিয়ে দিয়েছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খাতা না খুলে ফিরে গিয়েছেন। তাছাড়া বোলিং বিভাগে জাম্পা ছাড়া কোনও অভিজ্ঞ স্পিনার নেই অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি বিশ্বকাপে

অতীতের খারাপ পরিসংখ্যান মাথায় রাখছেন না অস্ট্রেলিয়া
অতীতের খারাপ পরিসংখ্যান মাথায় রাখছেন না অস্ট্রেলিয়া
#দুবাই: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। একদিনের ক্রিকেটে। কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ একবারও জেতা হয়নি ক্যাঙ্গারুদের। ফলে অস্ট্রেলিয়ার মতো সফল এবং ক্রিকেটে ঐতিহ্যশালী দেশের পক্ষে যা মোটেই ভাল বিজ্ঞাপন নয়। ২০২০ সালের প্রথম থেকে ধরলে মোট ২৪ টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। তার মধ্যে জয় মাত্র ৮ টি। হেরেছে ১৬ টি। ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ সফর থেকে দশের মধ্যে দুটি ম্যাচ জিতেছে তারা। তবে এমন হতশ্রী পরিসংখ্যান দেখে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে মাপতে যাওয়া ঠিক হবে না বলে মনে করেন মিচেল স্টার্ক।
২৩ অক্টোবর আবুধাবিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। স্টার্ক পরিষ্কার জানিয়েছেন গ্রুপে পাঁচটি ম্যাচ। প্রথম দুটি দল সেমিফাইনালে যাবে। এমন পরিস্থিতিতে ভুলত্রুটির জায়গা বিশেষ নেই। ব্যাটিংয়ে ওয়ার্নার, ফিঞ্চ, স্মিথ, ওয়েড রয়েছেন। বোলিংয়ে প্যাট কামিন্স, হাজেলউড, রিচার্ডসন, অ্যাডাম জাম্পা আছেন। অলরাউন্ডার হিসেবে স্তইনিস, ম্যাক্সওয়েল, মিচেল মার্শ আছেন। তাই সবদিক থেকে তৈরি অস্ট্রেলিয়া।
advertisement
অতীতের খারাপ পরিসংখ্যান মাথায় রাখছেন না কেউ। নতুন লক্ষ্যে সবাই মিলে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। দক্ষিণ আফ্রিকার পর নিজেদের সবচেয়ে পুরনো প্রতিদ্বন্দী ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে অস্ট্রেলিয়ানদের। সেটাও মাথায় রাখতে হচ্ছে ক্যাঙ্গারুরদের।
advertisement
advertisement
শক্তি - অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার সমৃদ্ধ ওপেনিং পার্টনারশিপ। অতীতে অস্ট্রেলিয়ার বহু গুরুত্বপূর্ণ জয়ের পেছনে এই দুজনের ব্যাটিং বড় ভূমিকা পালন করেছে। দুজনেই হার্ড হিটার। একবার জমে গেলে আউট করা মুশকিল। এছাড়া অলরাউন্ডার হিসেবে স্তইনিস, ম্যাক্সওয়েল, মিচেল মার্শ আছেন। তাই সবদিক থেকে তৈরি অস্ট্রেলিয়া। বোলিংয়ে প্যাট কামিন্স, হাজেলউড, রিচার্ডসন, অ্যাডাম জাম্পা আছেন। নিজেদের দিনে এরা প্রত্যেকে ম্যাচ উইনার।
advertisement
দুর্বলতা - নিজের চেনা ছন্দের ধারে কাছে নেই ডেভিড ওয়ার্নার। আইপিএলে ব্যর্থ হয়েছেন। সানরাইজার্স অধিনায়ক হিসেবে তাকে সরিয়ে দিয়েছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খাতা না খুলে ফিরে গিয়েছেন। তাছাড়া বোলিং বিভাগে জাম্পা ছাড়া কোনও অভিজ্ঞ স্পিনার নেই। ম্যাক্সওয়েল পার্ট টাইম স্পিনার। মিডল অর্ডারে মার্শ, স্তৈনিস ধারাবাহিক নন।
অস্ট্রেলিয়ান দল
ফিঞ্চ, প্যাট কামিন্স, অ্যাশটন আগার, হাজেলউড, জস ইংলিশ, মিচেল মার্শ, ম্যাক্স ওয়েল, রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, স্টইনিস, স্বেপসন, ওয়েড, ওয়ার্নার, জাম্পা
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
T20 Australia team profile : প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে মরিয়া পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
Next Article
advertisement
Iran: ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, ইরানের সঙ্গে ব্যবসা করলেই ঘাড়ে চাপবে ট্যারিফের বোঝা! ভারতের উপর কী প্রভাব পড়বে? জানুন
ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানের সঙ্গে ব্যবসায় চাপবে ট্যারিফ! ভারতের উপর এর কী প্রভাব পড়বে
  • ইরানের সঙ্গে কেউ বাণিজ্য করলে তার উপরেও শুল্ক আরোপ করবে আমেরিকা

  • ২৫% ট্যারিফের বোঝা চাপাবে আমেরিকা

  • মঙ্গলবার ঘোষণা করলেন ট্রাম্প

VIEW MORE
advertisement
advertisement