India vs Pakistan: বৃষ্টিতে ভেস্তে যাবে ভারত-পাকিস্তান ম্যাচ? কী বলছে ওয়েদার আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC T20 World Cup 2024 Rain Prediction During India vs Pakistan Match: ভারত-পাকিস্তান ম্যাচ হেবে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ম্যাচ শুরু হওয়ার কিছু সময়ের মধ্যেই বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে।
টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান মেগা ম্যাচ নিয়ে চড়ছে পারদ। দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশের দ্বৈরথের আগে রয়েছে জোড়া চিন্তা। প্রথম চিন্তা আমেরিকার নিম্নমানের পিচ। ফলে সেখানে ব্যাটাররা কতটা সাফল্য পাবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এর পাশাপাশি আরও একটি বিষয় যা চিন্তা বাড়িয়েছে তা হল আবহাওয়া। ম্যাচ হওয়া নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।
ভারত-পাকিস্তান ম্যাচ হেবে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ম্যাচ শুরু হওয়ার কিছু সময়ের মধ্যেই বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। আর সেই বৃষ্টি কম-বেশি চলতে পারে বিকেল পর্যন্ত। ফলে ম্যাচ পুরো ২০ ওভারের করা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এমনকী অতিরিক্ত বৃষ্টি হলে ম্যাচ ভেস্তেও যেতে পারে।
advertisement
নিউইয়র্কের স্থানীয় সময়ে ম্যাচটি হবে সকাল সাড়ে দশটায়। অ্যাকুওয়েদারের দাবি অনুযায়ী, রবিবার গোটা দিনই নিউইয়র্কে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময়ে সকালে ১১টা নাগাদ ৫১ শতাংশ বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ খেলা শুরুর আধ ঘণ্টার মধ্যেই বৃষ্টি নামতে পারে। বিকেল ৪টে পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় ৪৫-৫০ শতাংশ রয়েছে। এর পরে বৃষ্টির পরিমাণ কমে ৩০ শতাংশে নেমে আসার সম্ভাবনা রয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ India vs Pakistan: ভারত-পকিস্তান ম্যাচে দুই দলেই বড় বদল? পিচের ‘জুজু’ নিয়ে চিন্তায় রোহিত-বাবররা
প্রসঙ্গত, একটি টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে কোনও রিজার্ভ ডে নেই। ফলে ম্যাচে বৃষ্টি হলে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করবে আম্পায়াররা। আর খেলা হলে কম পক্ষে ৫ ওভার করে ম্যাচ হতে হবে। একান্তই যদি ম্যাচ না হয়, তাতে চাপ বাড়বে পাকিস্তানের। কারণ প্রথম ম্যাচ আমেরিকার কাথে হেরে বসে আছে বাবররা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 09, 2024 11:29 AM IST