কেপটাউন: বুধবার আইসিসি টি টোয়েন্টি মহিলা বিশ্বকাপে ভারতীয় মহিলা দল নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে৷ ভারত বনাম ওয়েস্টইন্ডিজ ম্যাচ হবে এদিন কেপটাউনে৷ ধারেভারে অনেকটাই এগিয়ে থেকে এদিনের ম্যাচে মাঠে নামবেন হরমনপ্রীত, স্মৃতি, রিচারা৷ তারওপর প্রথম ম্যাচে রবিবার ১২ ফেব্রুয়ারি আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে অভিযান শুরু করেছিল ভারত৷
প্রথম ম্যাচে, উইমেন ইন ব্লুরা চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে একটি থ্রিলার ম্যাচে সাত উইকেটে উইমেন ইন গ্রিনকে হারিয়েছিল। রবিবারের ম্যাচে টস জিতে পাকিস্তানি দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক বিসমাহ মাহরুফের অপরাজিত ৫৫ বলে ৬৮ এবং আয়েশা নাসিমের ২৮ বলে অপরাজিত ৪৩ রানের ওপর ভর করে পাকিস্তান মহিলা দল ১৪৯ রান করেছিল। আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এটি একটি চ্যালেঞ্জিং টোটাল ছিল, তবে দু -একটা উইকেট পড়ে গেলেও ৩ নম্বরে ব্যাট করতে নেমে জেমিমা রড্রিগেসের ৩৮ বলে অপরাজিত ৫৩ রানের সাহায্যে ভারত মাত্র তিন উইকেট হারিয়ে ১৯ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল।
এদিনের ভারত বনাম পাকিস্তান ম্যাচে ভারতের জয় ছিল একটি মিষ্টি প্রতিশোধ৷ কারণ গত বছর বাংলাদেশে উইমেন্স এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলকে খারাপ ভাবে হারতে হয়েছিল। এদিনের খেলার শেষে দুই দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে জার্সি শেয়ার করেন, কেউ আবার প্রবল হাসাহাসি করে গল্প করছিলেন, বেশ মজার ছন্দেও ছিলেন দুই দলের ক্রিকেটাররা৷ বেশ কয়েকটি ছবি ক্লিক করার পাশাপাশি হাসি ভাগ করে নেয়। তাদের হাসি-মজায় ভরা মুহূর্তগুলি এখন ভাইরাল ভিডিও ৷
আরও পড়ুন - Ranji Trophy Final: ‘আসুন সমর্থন করুন, বাংলার জন্য গলা ফাটান’ রঞ্জি ফাইনালে ইডেনে প্রবেশ ফ্রি
রইল সেই ভাইরাল ভিডিওView this post on Instagram
আইসিসির ইনস্টাগ্রাম হ্যান্ডেল এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের ট্যুইটার অ্যাকাউন্টেও এই ভারত ও পাকিস্তানের মেয়েদের মিষ্টি মুহূর্তগুলির ভিডিও শেয়ার করা হয়েছে। ক্লিপগুলিতে, ভারতীয় এবং পাকিস্তানি খেলোয়াড়দের একে অপরের সঙ্গে সেলফি তুলতে খেলা নিয়ে আলোচনা করতে দেখা যায়৷
এই বছরের আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাতে হচ্ছে৷ ভারতীয় মহিলা ক্রিকেট দল দ্বিতীয় ম্যাচে ২০১৬ সালের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। বুধবার, ১৫ ফেব্রুয়ারি কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে ভারতীয় ও ক্যারিবিয়ান মহিলাদের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হবে। একই দিনে পাকিস্তান খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।