Icc T-20 World Cup Final 2021 Toss Updates: বিশ্বকাপ ফাইনালে টস হারল নিউ জিল্যান্ড , আজও কি পরে ব্যাটিং করলেই লাভ?

Last Updated:

Icc T-20 World Cup Final 2021 Toss Updates: টি-২০ বিশ্বকাপে টস বড় ফ্যাক্টর হয়েছে। পরে ব্যাটিং করা দলই জিতেছে বেশি ম্যাচ। আজ অস্ট্রেলিয়া বনাম নিউ জিল্যান্ড ফাইনালেও কি সেটাই হবে!

#দুবাই: মহাম্যাচ। দুই দলের কাছেই। কারণ অস্ট্রেলিয়া বা নিউ জিল্যান্ড কেউই এখনও টি-২০ বিশ্বকাপ জেতেনি। ফলে আজ যে-ই জিতুক, ক্রিকেটবিশ্ব পাবে নতুন টি-২০ চ্যাম্পিয়ন। গোটা টি-২০ বিশ্বকাপজুড়ে দেখা গিয়েছে, টস বড় ফ্যাক্টর। এমনিতেই সংযুক্ত আরব আমিরশাহীর উইকেট স্লো। বড় রানের ইনিংস কটা হয়েছে, হাতে গুণে বলে দেওয়া যাবে। আইপিএলের পর টি-২০ বিশ্বকাপেও স্লো রান রেট দেখা গিয়েছে। উল্টে বোলারদেরই দাপাদাপি চলেছে। এমন স্লো উইকেটে কি আজ বড় ইনিংস খেলতে পারবে দুই দল! সেটাই এখন দেখার।
পরে ব্যাটিং করা দল ম্যাচ জিতছে। গোটা টি-২০ বিশ্বকাপজুড়ে এটাই যেন দস্তুর হয়ে দাঁড়িয়েছিল। বিরাট কোহলি পর পর দুই ম্যাচে টস হারেন। পাকিস্তান ও নিউ জিল্যান্ড প্রথমে ব্যাটিং করতে পাঠায় ভারতীয় দলকে। আর দুটি গুরুত্বপূর্ণ ম্যাচেই ভারতীয় দল আটকে যায় কম রানে। একের পর এক ম্যাচে দেখা গিয়েছে, পরে ব্যাটিং করা দল ম্যাচ বের করে নিচ্ছে। এটাই এবার টি-২০ বিশ্বকাপে দস্তুর হয়ে দাঁড়িয়েছিল। আজও কি তাই হবে! সেটা অবশ্য এখনই বলা মুশকিল। তবে তেমনটা হলে অবাক হওয়ার কিছু থাকবে না। শিশির ফ্য়াক্টর হয়ে দাঁড়াচ্ছে। ফলে পরে ব্যাটিং করা দল বাড়তি সুবিধা পাচ্ছে। সেক্ষেত্রে পরে বোলিং করে বোলারদের বল গ্রিপ করতে সমস্যা হচ্ছে। ততটাই সমস্যায় পড়ছেন ফিল্ডাররা।
advertisement
আরও পড়ুন- অস্ট্রেলিয়া নাকি নিউ জিল্যান্ড! আজ টি-২০ বিশ্বকাপ ফাইনালে সৌরভের বাজি কার উপর?
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নিজেদের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য মরিয়া হয়ে উঠেছে। নিউ জিল্যান্ড অলরাউন্ডার জিমি নিশাম অবশ্য হুঙ্কার ছেড়ে রেখেছেন, অর্ধেক পৃথিবী পাড়ি দিয়ে তাঁরা রানার্স হতে আসেননি। তবে কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন বরাবরের মতো শান্ত। তিনি বলেছেন, ফাইনাল তাঁদের কাছে আর পাঁচটা ম্যাচের মতোই। কে না জানে, এমন কথা অধিনায়ক বড় ম্যাচের আগে বলেই থাকেন। আর সেটা অবশ্যই চাপ কাটানোর টোটকা। তবে চাপ যে আজ দুপাশেই রয়েছে, তা বলাই যায়। নিউজিল্যান্ড এই নিয়ে সর্বশেষ তিনটি আইসিসি ইভেন্টের ফাইনাল খেলছে। ফলে তাদের কাছে আজ চোকার্স তকমা ঘোঁচানোর বড় সুযোগ।
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
Icc T-20 World Cup Final 2021 Toss Updates: বিশ্বকাপ ফাইনালে টস হারল নিউ জিল্যান্ড , আজও কি পরে ব্যাটিং করলেই লাভ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement