Bangladesh in T20 World Cup: ভারতেই টি২০ বিশ্বকাপ খেলতে হবে, জানাল আইসিসি! না আসার বিষয়ে এখনও অনড় বাংলাদেশ
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Bangladesh in T20 World Cup: আইসিসির সঙ্গে ফের টি২০ বিশ্বকাপ নিয়ে আলোচনা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB), কিন্তু তাতেও কাটল না জটিলতা। BCB জানিয়েছে, তারা কোনও ভাবেই টি২০ বিশ্বকাপ খেলতে ভারতে যেতে রাজি নয়।
আইসিসির সঙ্গে ফের টি২০ বিশ্বকাপ নিয়ে আলোচনা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB), কিন্তু তাতেও কাটল না জটিলতা। BCB জানিয়েছে, তারা কোনও ভাবেই টি২০ বিশ্বকাপ খেলতে ভারতে যেতে রাজি নয়। এই পরিস্থিতিতে আইসিসি ফের বাংলাদেশকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছে, কারণ বিশ্বকাপের সব আয়োজন ইতিমধ্যেই সম্পূর্ণ।
advertisement
advertisement
বিসিবি এই নিয়ে বেশ কয়েকবার আইসিসিকে জানিয়েছে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে। বাংলাদেশ বোর্ড খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে চিন্তা প্রকাশ করেছে, কারণ BCCI ইতিমধ্যেই বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
advertisement
মঙ্গলবারের বৈঠকে ছিলেন BCB-র প্রেসিডেন্ট মহম্মদ আমিনুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট, সিইও-সহ একাধিক কর্তারা। এক বিবৃতিতে জানানো হয়েছে, “আলোচনার সময়, BCB আইসিসিকে তাদের অবস্থান আবার জানিয়েছে যে তারা নিরাপত্তা জনিত কারণে ভারতে খেলতে চায় না। বাংলাদেশের ম্যাচগুলি সরিয়ে দিতে ফের অনুরোধ করেছে। ICC বলেছে টুর্নামেন্টের সব কিছু ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে আর BCB-কে তাদের সিদ্ধান্ত নিয়ে ফের ভাবতে বলেছে“। তবে আলোচনার পথ যে এখনও খোলা রয়েছে তা জানানো হয়েছে ওই বিবৃতিতেই। তবে নিরাপত্তার বিষয়টিকে হাতিয়ার করেই চাপ সৃষ্টি করতে চাইছে বাংলাদেশ।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 13, 2026 8:06 PM IST









