এক বলে ২ উইকেট- গরমে শর্টস পরে ক্রিকেট, একগুচ্ছ নয়া নিয়ম আসছে ক্রিকেটে
Last Updated:
এ বার ক্রিকেটে আরও কিছু এমন নিয়ম প্রস্তাব আইসিসি, যা ক্রিকেট ভক্তদের নিঃসন্দেহে চমকে দেবে৷ সোমবার ইন্সস্টাগ্রাম ও ট্যুইটারে সেই নয়া নিয়মগুলি ক্রিকেট বিশ্বকে জানাল আইসিসি৷ তার মধ্যে অন্যতম হল 'ডাবল উইকেট প্লে'৷
#দুবাই: দ্রুত পরিবর্তন হচ্ছে ক্রিকেট৷ এক সময়ের ধীর স্থির এই খেলাটি টি-২০ যুগে দ্রুত গতির হয়েছে আগেই৷ এ বার ক্রিকেটে আরও কিছু এমন নিয়ম প্রস্তাব আইসিসি, যা ক্রিকেট ভক্তদের নিঃসন্দেহে চমকে দেবে৷ সোমবার ইন্সস্টাগ্রাম ও ট্যুইটারে সেই নয়া নিয়মগুলি ক্রিকেট বিশ্বকে জানাল আইসিসি৷ তার মধ্যে অন্যতম হল 'ডাবল উইকেট প্লে'৷
কী এই ডাবল উইকেট প্লে? এই নিয়মে একসঙ্গে দুটি উইকেট নেওয়া যাবে৷ আইসিসি জানাচ্ছে, একটি ক্যাচ নেওয়ার পর অন্য দিকে থাকা রানারকেও আউট করতে পারেন ফিল্ডার৷ অর্থাত্ ক্যাচ নেওয়ায় একটি আউট, আরেকটি রান আউট৷ এটা করলে এক বলে ২ উইকেট নেওয়া যাবে৷
advertisement
advertisement
আরও একটি প্রস্তাবিত নিয়মে আইসিসি জানিয়েছে, প্রবল গরমে টেস্ট ম্যাচে প্লেয়াররা হাফ প্যান্ট বা শর্টস পরে খেলতে পারবেন৷ টেস্টেও খেলোয়াড়ের জার্সিতে সংখ্যা ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে নামের জায়গায় খেলোয়াড়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের খবরটাও জানিয়ে দেওয়া হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপে টসের বদলে টুইটারে ভোট নেওয়া হবে। ভক্ত-সমর্থকেরা ঘরে বসেই সিদ্ধান্ত নিতে পারবেন, কারা ব্যাট করবে আর কারা করবে ফিল্ডিং! তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলেই আইসিসি টেস্ট খেলোয়াড়দের শর্টস পরার সুযোগ পাবেন।
advertisement
Runs scored in the evening session of day/night Tests will count double, creating a new and exciting strategic element 2️⃣pic.twitter.com/Hqzzwe8sbY — ICC (@ICC) April 1, 2019
দিবারাত্রির টেস্টে দারুণ এক নিয়ম চালু হচ্ছে। ইভিনিং সেশন বা শেষ সেশনে যে রান হবে, সেগুলো দ্বিগুণ হিসেব হবে। অর্থাৎ চার মারলে ৮ রান আর ছয় মারলে ১২। এতে রাতের বেলা গোলাপি বলে ব্যাট করা কঠিন হলেও স্ট্র্যাটেজিগত কারণে অনেকেই ব্যাটিং করতে আগ্রহী হবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 01, 2019 2:33 PM IST