IND vs ENG: ৫টি নতুন নিয়ম আনল আইসিসি! দেখা যাবে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট থেকেই

Last Updated:

ICC Introduce 5 New Rules Apply From IND vs ENG 2nd Test Know Details: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সম্প্রতি পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন করেছে।

News18
News18
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন করেছে। ২০২৫-২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কিছু নিয়ম ইতিমধ্যে কার্যকর হলেও সাদা বলের ক্রিকেটে এসব পরিবর্তন কার্যকর হবে ২ জুলাই থেকে। ভারত-ইল্যান্ড দ্বিতীয় টেস্টও খেলা হবে নতুন নিয়মে। নিচে পাঁচটি গুরুত্বপূর্ণ নিয়ম তুলে ধরা হলো:
১. থুতু ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা:
বল পালিশ করতে থুতু ব্যবহারে আগের নিষেধাজ্ঞা বজায় থাকছে। তবে নিয়মে পরিবর্তন করা হয়েছে। আগে বলে থুতুর ব্যবহার করলেই তা পরিবর্তন করা হয়। অবেক ক্ষেত্রে ফিল্ডিং দল ইচ্ছে করে থুতু লাগাত বল পাল্টানোর জন্য। এখন এটি করলে ব্যাটিং দলকে ৫ রান পেনাল্টি দেওয়া হবে। আম্পায়ার চাইলে বল বদল নাও করতে পারেন।
advertisement
২. টেস্ট ক্রিকেটে স্টপ ক্লক চালু:
সাদা বলের ক্রিকেটের মতো এবার টেস্টেও ওভার-টু-ওভার ৬০ সেকেন্ডের মধ্যে বল শুরু করতে হবে। নিয়ম ভাঙলে তৃতীয়বারে ব্যাটিং দল ৫ রানপাবে। মাঠে একটি ইলেকট্রনিক ঘড়ি দৃশ্যমান হবে যা শূন্য থেকে ৬০ সেকেন্ড পর্যন্ত গণনা দেখাবে। প্রতি ৮০ ওভার শেষ হওয়ার পর এই নিয়মটি পুনরায় চালু করা হবে। অর্থাৎ, যদি কোনও ফিল্ডিং দল প্রথম ৮০ ওভারে দুবার এমন ভুল করে থাকে। এর পরে, যদি তারা ৮১তম ওভারে এই ভুলটি পুনরাবৃত্তি করে, তাহলে এটি তৃতীয় নয়, প্রথম ভুল হিসাবে বিবেচিত হবে।
advertisement
advertisement
৩. রিভিউয়ের নিয়মে পরিবর্তন:
ক্যাচ আউটের রিভিউয়ে এখন ব্যাটে বল লেগেছে কি না এবং তা পরিষ্কারভাবে ক্যাচ হয়েছে কি না, তা পরীক্ষা করা হবে। ব্যাট না ছুঁয়ে প্যাডে লাগলে এলবিডব্লিউ সিদ্ধান্তও বিবেচনায় নেওয়া হবে।
৪. নো বলের সময় ক্যাচ ধরলেও শুধু ১ রান:
নো বলে ফিল্ডার ক্যাচ ধরলেও ব্যাটার আউট হবেন না এবং কেবল একটি অতিরিক্ত রানই যোগ হবে। তবে নৌ বলে আগে ব্যাটারা শর্ট রান নিলে তা ধরা হত, এখন কোনো রান বিবেচনা করা হবে না।
advertisement
৫. একদিনের ম্যাচে বল ব্যবহারের নিয়মে পরিবর্তন:
আগে ৫০ ওভারের ম্যাচে দুই প্রান্ত থেকে ১৭ ওভার করে দুটি বল ব্যবহৃত হতো। এখন নতুন নিয়ম অনুযায়ী, প্রথম ৩৪ ওভার পর্যন্ত দুটি বল ব্যবহৃত হলেও ৩৫তম ওভার থেকে একটি মাত্র বল দিয়ে খেলা হবে। তবে নতুন বল নয়, ব্যবহৃত দুটি বলের মধ্যে যেটি তুলনামূলক ভালো অবস্থায় থাকবে, সেটি ব্যবহার করা হবে।
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: ৫টি নতুন নিয়ম আনল আইসিসি! দেখা যাবে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট থেকেই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement