ধাওয়ান ধাক্কা সামলে উঠবে ভারত, ঋষভের সুযোগ অপ্রত্যাশিত নয়, বিরাটদের ফাইনালে চান সৌরভ

Last Updated:
#কলকাতা: ধাওয়ান ধাক্কা সামলানোর ক্ষমতা আছে ভারতের। ঋষভের সুযোগ পাওয়া অপ্রত্যাশিত নয়। বিশ্বকাপে কোহলিদের ফাইনালে চান সৌরভ গঙ্গোপাধ্যায়। মা’র অসুস্থতায় সপ্তাহখানেকের জন্য কলকাতায় ফিরেছেন। বুধবার এক অনুষ্ঠানের ফাঁকেই মুখ খুললেন বিশ্বকাপ নিয়ে।
বিশ্বকাপের মাঝপথে শিখর ধাওয়ানের ছিটকে যাওয়া ভারতের কাছে ধাক্কা। কিন্তু চোট-আঘাত নিয়ে মাথায় আকাশ ভেঙে পড়বে না বিরাটদের। বদলি হিসেবে ঋষভ পন্থের বিশ্বকাপ দলে ঢোকাও একেবারেই অপ্রত্যাশিত নয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে।
advertisement
advertisement
কোহলি-রোহিতরা যখন সাউদাম্পটনে, তখন ধারাভাষ্য থেকে কদিনের ছুটি নিয়ে কলকাতায় সৌরভ। বিশ্বকাপে টিম ইন্ডিয়ার জয়ের ধারা মনে পড়াচ্ছে ২০০৩-এ তাঁদের টানা ৯ ম্যাচ জেতার স্মৃতি। তবে মহারাজ চান, ধারাবাহিকতা বজায় রেখে বিরাটরা ফাইনাল জিতে ফিরুন।
advertisement
সপ্তাহখানেক শহরে থেকে মঙ্গলবার আবার বিলেত পাড়ি দেবেন। বিশ্বকাপে ভারত ছাড়া আপাতত মনে ধরেছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার খেলা। তবে ধারাভাষ্য দিতে গিয়ে নিজের অতীতের রেকর্ডের প্রসঙ্গ বারবার এড়িয়ে যাচ্ছেন। প্রসঙ্গ উঠতেই লাজুক সৌরভের উত্তর, নাম তো রেকর্ডবুকে থেকেই যায়।
সোমবার রাতেই শ্বাসকষ্টের সমস্যা নিয়ে নিরূপা গঙ্গোপাধ্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন। মা’কে নিয়ে দিনের বেশিরভাগ সময়টাই বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে কাটালেন। তার মাঝেই বুধবার হাজির ছিলেন রক্তদানে উৎসাহ দিতে শহরে নতুন বাস সার্ভিসের এক অনুষ্ঠানে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ধাওয়ান ধাক্কা সামলে উঠবে ভারত, ঋষভের সুযোগ অপ্রত্যাশিত নয়, বিরাটদের ফাইনালে চান সৌরভ
Next Article
advertisement
West Bengal Weather Update: ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
  • দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে

  • ফিরছে শীত

  • জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
advertisement