ICC CWC19: আজও মেঘলা আকাশ ম্যাঞ্চেস্টারে, বৃষ্টিতে খেলা ভেস্তে গেলে কী হবে?
Last Updated:
ICC Cricket World Cup 2019: আজও কি বৃষ্টি ভোগাবে সেমি ফাইনাল? আপামর ক্রিকেট বিশ্বের মাথাব্যথা এখন ম্যাঞ্চেস্টারের আবহাওয়া৷ আজও সকাল থেকেই মেঘলা ম্যাঞ্চেস্টারের আকাশ৷
#ওল্ড ট্র্যাফোর্ড: ২০১৯-এর বিশ্বকাপে বার বার ভিলেন হচ্ছে বৃষ্টি৷ বেশ কয়েকটি ম্যাচ বৃষ্টির জন্যই ভেস্তে গিয়েছে আগেই৷ এ বার ভারত বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল পণ্ড করতেও নাছোড়বান্দা আবহাওয়া৷ ইতিমধ্যেই ম্যাঞ্চেস্টারে প্রবল বৃষ্টির জেরে মঙ্গলবার সেমি ফাইনাল ম্যাচ ভেস্তেছে৷ আজ বুধবার নিউজিল্যান্ডের বাকি ওভারগুলি শেষ হলে, ব্যাট করতে নামবে ভারত৷ ৪৬ ওভার ১ বল পর্যন্ত খেলা হয়ে গিয়েছে৷ বিশ্বকাপের সেমি ফাইনাল আজ৷ ক্রিকেটের ভাষায় রিজার্ভ ডে৷
আজও কি বৃষ্টি ভোগাবে সেমি ফাইনাল? আপামর ক্রিকেট বিশ্বের মাথাব্যথা এখন ম্যাঞ্চেস্টারের আবহাওয়া৷ আজও সকাল থেকেই মেঘলা ম্যাঞ্চেস্টারের আকাশ৷ আবহাওয়া অফিসের পূর্বাভাস, সকালের দিকে বৃষ্টি হতে পারে৷ বিশেষ করে ভোর ৪টে থেকে শুরু হবে বৃষ্টি৷ সারাদিনই মেঘ থাকবে ম্যাঞ্চেস্টারের আকাশে৷ ফলে ঝেঁপে বৃষ্টি যে কোনও সময়ই নামতে পারে৷
advertisement
advertisement
স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় খেলতে নামবে নিউজিল্যান্ড৷ স্থানীয় সময় বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টার মধ্যে বেশ কয়েক পশলা বৃষ্টি হতে পারে৷ দুপুর ১টার পরে আকাশ খুব পরিষ্কার না-হলেও, বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম বিকেল ৫টা পর্যন্ত৷ সন্ধ্যায় ফের বৃষ্টি হবে৷ ম্যাঞ্চেস্টারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে৷
advertisement
রিজার্ভ ডে কী ভাবে কাজ করে?
আগের দিন ঠিক যে জায়গায় ম্যাচ থেমেছে, রিজার্ভ ডে-তে ঠিক সেই জায়গা থেকেই ম্যাচ শুরু হবে৷ যদি ম্যাচ টাই হয়, সে ক্ষেত্রে সুপার ওভার হবে৷ সেই ওভারেই হার-জিতের ফয়সালা হবে৷
আজও যদি বৃষ্টি হয়?
আজ যদি বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়, তা হলে অ্যাডভান্টেজ ভারত৷ যেহেতু লিগ তালিকায় শীর্ষে রয়েছে বিরাটের দল৷ সরাসরি ফাইনালে উঠে যাবে ভারত৷
advertisement
যদি ফাইনাল ম্যাচের দিনও বৃষ্টিতে খেলা ভেস্তে যায়?
যদি ফাইনাল ম্যাচও বৃষ্টিতে ভেস্তে যায়, তা হলে রিজার্ভ ডে-তে ম্যাচ হবে৷ রিজার্ভ ডে-তেও যদি বৃষ্টির জেরে ম্যাচ ভেস্তে যায়, তা হলে বিশ্বকাপ দুই ফাইনালিস্টের মধ্যে ভাগ করে দেওয়া হবে৷
যদি ফাইনাল অমীমাংসিত হয়?
তা হলে সুপার ওভার হবে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 10, 2019 11:41 AM IST