ICC CWC19: আজও মেঘলা আকাশ ম্যাঞ্চেস্টারে, বৃষ্টিতে খেলা ভেস্তে গেলে কী হবে?

Last Updated:

ICC Cricket World Cup 2019: আজও কি বৃষ্টি ভোগাবে সেমি ফাইনাল? আপামর ক্রিকেট বিশ্বের মাথাব্যথা এখন ম্যাঞ্চেস্টারের আবহাওয়া৷ আজও সকাল থেকেই মেঘলা ম্যাঞ্চেস্টারের আকাশ৷

#ওল্ড ট্র্যাফোর্ড: ২০১৯-এর বিশ্বকাপে বার বার ভিলেন হচ্ছে বৃষ্টি৷ বেশ কয়েকটি ম্যাচ বৃষ্টির জন্যই ভেস্তে গিয়েছে আগেই৷ এ বার ভারত বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল পণ্ড করতেও নাছোড়বান্দা আবহাওয়া৷ ইতিমধ্যেই ম্যাঞ্চেস্টারে প্রবল বৃষ্টির জেরে মঙ্গলবার সেমি ফাইনাল ম্যাচ ভেস্তেছে৷ আজ বুধবার নিউজিল্যান্ডের বাকি ওভারগুলি শেষ হলে, ব্যাট করতে নামবে ভারত৷ ৪৬ ওভার ১ বল পর্যন্ত খেলা হয়ে গিয়েছে৷ বিশ্বকাপের সেমি ফাইনাল আজ৷ ক্রিকেটের ভাষায় রিজার্ভ ডে৷
ছবি সৌজন্য: আইসিসি ছবি সৌজন্য: আইসিসি
আজও কি বৃষ্টি ভোগাবে সেমি ফাইনাল? আপামর ক্রিকেট বিশ্বের মাথাব্যথা এখন ম্যাঞ্চেস্টারের আবহাওয়া৷ আজও সকাল থেকেই মেঘলা ম্যাঞ্চেস্টারের আকাশ৷ আবহাওয়া অফিসের পূর্বাভাস, সকালের দিকে বৃষ্টি হতে পারে৷ বিশেষ করে ভোর ৪টে থেকে শুরু হবে বৃষ্টি৷ সারাদিনই মেঘ থাকবে ম্যাঞ্চেস্টারের আকাশে৷ ফলে ঝেঁপে বৃষ্টি যে কোনও সময়ই নামতে পারে৷
advertisement
advertisement
স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় খেলতে নামবে নিউজিল্যান্ড৷ স্থানীয় সময় বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টার মধ্যে বেশ কয়েক পশলা বৃষ্টি হতে পারে৷ দুপুর ১টার পরে আকাশ খুব পরিষ্কার না-হলেও, বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম বিকেল ৫টা পর্যন্ত৷ সন্ধ্যায় ফের বৃষ্টি হবে৷ ম্যাঞ্চেস্টারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে৷
advertisement
রিজার্ভ ডে কী ভাবে কাজ করে?
আগের দিন ঠিক যে জায়গায় ম্যাচ থেমেছে, রিজার্ভ ডে-তে ঠিক সেই জায়গা থেকেই ম্যাচ শুরু হবে৷ যদি ম্যাচ টাই হয়, সে ক্ষেত্রে সুপার ওভার হবে৷ সেই ওভারেই হার-জিতের ফয়সালা হবে৷
আজও যদি বৃষ্টি হয়?
আজ যদি বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়, তা হলে অ্যাডভান্টেজ ভারত৷ যেহেতু লিগ তালিকায় শীর্ষে রয়েছে বিরাটের দল৷ সরাসরি ফাইনালে উঠে যাবে ভারত৷
advertisement
যদি ফাইনাল ম্যাচের দিনও বৃষ্টিতে খেলা ভেস্তে যায়?
যদি ফাইনাল ম্যাচও বৃষ্টিতে ভেস্তে যায়, তা হলে রিজার্ভ ডে-তে ম্যাচ হবে৷ রিজার্ভ ডে-তেও যদি বৃষ্টির জেরে ম্যাচ ভেস্তে যায়, তা হলে বিশ্বকাপ দুই ফাইনালিস্টের মধ্যে ভাগ করে দেওয়া হবে৷
যদি ফাইনাল অমীমাংসিত হয়?
তা হলে সুপার ওভার হবে৷
বাংলা খবর/ খবর/খেলা/
ICC CWC19: আজও মেঘলা আকাশ ম্যাঞ্চেস্টারে, বৃষ্টিতে খেলা ভেস্তে গেলে কী হবে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement