ICC Champions Trophy 2025: দুই বড় বদল স্কোয়াডে! চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল অস্ট্রেলিয়া
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC Champions Trophy 2025: ১৯ ফেব্রুয়ারি থেকে ঢাকে কাঠি পড়বে প্রতিযোগিতার। ইতিমধ্যেই একে একে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশগুলি তাদের স্কোয়াড ঘোষণা করছে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া।
দিন যতই এগিয়ে আসছে ততই চড়ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উন্মাদনার পারদ। ৮ বছর পর ফিরছে আইসিসির এই মেগা ইভেন্ট। ১৯ ফেব্রুয়ারি থেকে ঢাকে কাঠি পড়বে প্রতিযোগিতার। ইতিমধ্যেই একে একে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশগুলি তাদের স্কোয়াড ঘোষণা করছে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার ঘোষিত দলে তেমন কোনও বড় চমক নেই। অধিনায়কত্ব করবেন প্যাট কামিন্স। ২০২৩ সালে প্যাট কামিন্সের নেতৃত্বেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। এবারও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে অজিরা। তবে তার আগেই নিজের অধিনায়কত্বের কেরিয়ারে তৃতীয় আইসিসি ট্রফি জয়ের সুযোগ প্যাট কামিন্সের সামনে।
চোটের কারণে একদিকে যেমন ক্যামেরন গ্রিন ও শন অ্যাবটদের মত তারকারা দলে সুযোগ পাননি, ঠিক তেমনই চোট সারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পেয়েছেন জশ হ্যাজেলউড। গ্রিন ও অ্যাবটের বদলে প্রথমবারের জন্য কোনও আইসিসি ইভেন্ট খেলার সুযোগ পেলেন ম্যাট শর্ট ও আরন হার্ডি। এছাড়া নিজেদের পূর্ণ শক্তির দলই ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
advertisement
advertisement
এক ঝলকে দেখে নিন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য ঘোষিত অস্ট্রেলিয়ার স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারে, ন্যাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, ট্রেভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জাম্পা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 13, 2025 2:00 PM IST