Jay Shah ICC Chairman: নতুন ইতিহাসের দরজায় দাঁড়িয়ে জয় শাহ, বার্কলে জানালেন আর দাঁড়াবেন না আইসিসি-র চেয়ারম্যান পদে

Last Updated:

Jay Shah ICC Chairman: ৩৫ বছর বয়সের তিনি আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হতে পারেন।

ইতিহাসের দরজায় দাঁড়িয়ে জয় শাহ
ইতিহাসের দরজায় দাঁড়িয়ে জয় শাহ
দুবাই: ICC-র পরবর্তী চেয়ারম্যান হতে পারেন বিসিসিআই সচিব জয় শাহ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলের মেয়াদ এ বছর ৩০ নভেম্বর শেষ হচ্ছে। তিনি জানিয়ে দিয়েছেন  আইসিসি- চেয়ারম্যানের পদের তৃতীয় টার্মের জন্য দূরে সরিয়ে নিচ্ছেন।  এই খবর জানার পরেই ভারতীয় সচিবের আইসিসি চেয়ারম্যান হওয়ার পথ প্রশস্ত হচ্ছে।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান হবেন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সচিব জয় শাহের ভবিষ্যত নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে।
advertisement
জয় শাহ এই পদের জন্য তাঁর দাবি পেশ করবেন কি না তা ২৭ অগাস্টের মধ্যে পরিষ্কার হয়ে যাবে, যা চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। আইসিসি চেয়ারম্যান দুই বছর করে তিন মেয়াদের জন্য লড়াই করতে পারেন৷  নিউজিল্যান্ডের আইনজীবী বার্কলে এখন পর্যন্ত চার বছর পূর্ণ করেছেন।
advertisement
আইসিসি জানিয়েছে, “আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে বোর্ডকে নিশ্চিত করেছেন যে তিনি তৃতীয়বারের মেয়াদে দাঁড়াবেন না। নভেম্বরের শেষের দিকে তাঁর মেয়াদ শেষ হলে তিনি পদ ছাড়বেন। বার্কলে ২০২০ সালের নভেম্বরে আইসিসির স্বাধীন চেয়ারম্যান নিযুক্ত হন। তিনি ২০২২ সালে এই পদে পুনরায় নির্বাচিত হন।
আইসিসির নিয়ম অনুযায়ী, চেয়ারম্যান নির্বাচনে ১৬টি ভোট রয়েছে এবং এখন বিজয়ী হওয়ার জন্য ৯টি ভোটের (৫১%) সাধারণ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। আগে চেয়ারম্যান হতে হলে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন ছিল। আইসিসি বলেছে, “বর্তমান পরিচালকদের এখন ২৭ অগাস্ট ২০২৪-র মধ্যে পরবর্তী চেয়ারম্যানের জন্য মনোনয়ন জমা দিতে হবে। একাধিক প্রার্থী থাকলে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নতুন চেয়ারম্যানের মেয়াদ ১ ডিসেম্বর, ২০২৪ থেকে শুরু হবে।
advertisement
শাহকে আইসিসি বোর্ডের অন্যতম প্রভাবশালী মুখ হিসেবে বিবেচনা করা হয়। তিনি বর্তমানে আইসিসির শক্তিশালী অর্থ ও বাণিজ্যিক বিষয়ক উপ-কমিটির প্রধান। ১৬ ভোটিং সদস্যের অধিকাংশের সঙ্গেই তাঁর খুব ভাল সম্পর্ক রয়েছে। বর্তমানে, শাহের বিসিসিআই সেক্রেটারি হিসাবে  মেয়াদের এক বছর বাকি আছে, তারপরে তাঁকে অক্টোবর ২০২৫ থেকে তিন বছরের বাধ্যতামূলক বিরতি (কুলিং অফ পিরিয়ড) যেতে হবে।
advertisement
সুপ্রিম কোর্ট কর্তৃক অনুমোদিত BCCI গঠনতন্ত্র অনুযায়ী, একজন পদাধিকারী তিন বছরের কুলিং অফ পিরিয়ডের আগে ছয় বছর অফিসে থাকতে পারেন। মোট, একজন ব্যক্তি মোট ১৮ বছরের জন্য এই পদে অধিষ্ঠিত হতে পারেন – রাজ্য অ্যাসোসিয়েশনে নয় বছর এবং বিসিসিআইতে নয় বছর।
শাহ যদি তাঁর সচিব পদে এক বছর বাকি রেখে আইসিসিতে যাওয়ার সিদ্ধান্ত নেন, তবে বিসিসিআইতে তাঁর চার বছর বাকি থাকবে। ৩৫ বছর বয়সের তিনি আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হতে পারেন। জগমোহন ডালমিয়া, শরদ পাওয়ার, এন শ্রীনিবাসন এবং শশাঙ্ক মনোহর হলেন ভারতীয় যাঁরা অতীতে আইসিসি-র এই সর্বোচ্চ পদে আসীন রয়েছেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Jay Shah ICC Chairman: নতুন ইতিহাসের দরজায় দাঁড়িয়ে জয় শাহ, বার্কলে জানালেন আর দাঁড়াবেন না আইসিসি-র চেয়ারম্যান পদে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement