সঞ্জয় ছাড়াই I-League এ নামছে মোহনবাগান
Last Updated:
স্বপ্ন তো দেখাই যায়। আই লিগ থেকে এএফসিতে। চতুর্ভুজ আক্রমণ। গ্লেন-নর্ডি জুটি। সঞ্জয়ের স্ট্র্যাটেজি। ফুটবলারদের স্পিরিট। সব নিয়ে যে বাগান জুড়ে বসন্তের হাওয়া। অপ্রতিরোধ্য মোহনবাগান আই লিগ আর এএফসি ম্যাচ মিলিয়ে ১৪টা ম্যাচের মধ্যে ১৩টা ম্যাচে অপরাজেয়। সত্যিই তো, বিদেশের মাটিতে এমন সাবলীল বড় ব্যবধানে জয়, অনেক কিছুরই যেন জবাব। লম্বা দৌড়ে আরও অনেকটা পথ বাকি। এরই মধ্যে ফের ফোকাস চেঞ্জ করে আই লিগে খেলতে নামবে মোহনবাগান।
#কলকাতা: স্বপ্ন তো দেখাই যায়। আই লিগ থেকে এএফসিতে। চতুর্ভুজ আক্রমণ। গ্লেন-নর্ডি জুটি। সঞ্জয়ের স্ট্র্যাটেজি। ফুটবলারদের স্পিরিট। সব নিয়ে যে বাগান জুড়ে বসন্তের হাওয়া। অপ্রতিরোধ্য মোহনবাগান আই লিগ আর এএফসি ম্যাচ মিলিয়ে ১৪টা ম্যাচের মধ্যে ১৩টা ম্যাচে অপরাজেয়। সত্যিই তো, বিদেশের মাটিতে এমন সাবলীল বড় ব্যবধানে জয়, অনেক কিছুরই যেন জবাব। লম্বা দৌড়ে আরও অনেকটা পথ বাকি। এরই মধ্যে ফের ফোকাস চেঞ্জ করে আই লিগে খেলতে নামবে মোহনবাগান।
তবে এবার আর সঞ্জয় সেন ডাগ আউটে বসতে পারবেন না। নির্বাসিত সঞ্জয়ের মীমাংসা কবে হবে, তাও জানেন না কেউই। তবু অভিনব পন্থায় গ্যালারিতে একা সঞ্জয় নন, থাকবেন দশ হাজার মুখোশ পড়া সঞ্জয়ও। এটাই ইউনিটি। কখনও গ্লেন, কখনও নর্ডি কিংবা সবাইকে ছাপিয়ে জেজে। যিনি এক মরশুমে বিদেশি দলের বিরুদ্ধে ৪ গোল করে ছুঁয়ে ফেলেছেন বাইচুংয়ের রেকর্ড।
advertisement
আরও অনেক রেকর্ড করার বাকি সঞ্জয় সেনের। আপাতত সেই লড়াইটাই শেষ ল্যাপে করতে চান তিনি। প্রতিকূলতা সত্ত্বেও। স্বপ্নের বীজ থেকে বাগানে ফুল ফোটানোই লক্ষ্য বাগান কোচের।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 10, 2016 7:43 PM IST