Thomas Cup : অদ্ভুত হলেও সত্যি! ব্যাডমিন্টনে ভারতের বিশ্ব জয়ের পেছনে ছিল হোয়াটসঅ্যাপ গ্রুপ

Last Updated:

HS Prannoy Whatsapp group proved to be a game changer in Thomas Cup. অদ্ভুত হলেও সত্যি! ব্যাডমিন্টনে ভারতের বিশ্ব জয়ের পেছনে ছিল হোয়াটসঅ্যাপ গ্রুপ

হোয়াটসঅ্যাপ গ্রুপের কামালেই বিশ্বসেরা ভারত
হোয়াটসঅ্যাপ গ্রুপের কামালেই বিশ্বসেরা ভারত
নয়াদিল্লি: আধুনিক সমাজে বেঁচে থাকতে গেলে হোয়াটসঅ্যাপর প্রয়োজনীয়তা প্রশ্নাতীত। ছবি থেকে ভিডিও, লেখা এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য এর মাধ্যমেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠানো সম্ভব। হোয়াটসঅ্যাপ গ্রুপ খুব জনপ্রিয়। ব্যবসা থেকে বাণিজ্য, চাকরি সবকিছুই নির্ভর করছে এর ওপর। ঐতিহাসিক টমাস কাপ জয়ের পর ভারতের দলগত সংহতি প্রশংসিত হচ্ছে। যার নেপথ্যে রয়েছে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ।
ব্যাঙ্ককের মাটিতে বিজয়ী ভারতীয় দলের সদস্যদের নিয়ে এই গ্রুপ তৈরি হয়েছিল। যা এইচএস প্রণয়ের মস্তিষ্কপ্রসূত। এই প্রসঙ্গে প্রণয় বলছেন, অফ দ্য ফিল্ড বোঝাপড়া গড়ে তোলা জরুরি ছিল। সেই কারণেই ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিলাম। যার নাম ইট’স কামিং হোম।
advertisement
advertisement
যেখানে বিভিন্ন বিষয়ে মতামত প্রদান, আলোচনায় অংশগ্রহণ করাই ছিল মূল উদ্দেশ্য। দলের প্রতিটি সদস্যকে বুঝিয়েছিলাম, টমাস কাপ যে কোনওভাবেই জিততে হবে। বিশ্বাস ছিল, আমরা পারবই। ফাইনালে কোর্টে নামতে হয়নি প্রণয়কের। তার আগেই খেতাব নিশ্চিত করে ফেলে ভারত।
advertisement
তবে এই ঐতিহাসিক সাফল্যের অন্যতম কারিগর প্রণয়ও। তাঁর কাঁধে চেপেই শেষ চারের বাধা টপকায় বিমল কুমারের দল। প্রণয়ের মনে পড়ছে, গ্রুপ পর্বে চাইনিজ তাইপের কাছে হারের পরের ঘটনা। তাঁর কথায়, সেই পরাজয়ের পর অনেকেই ভেঙে পড়েছিলেন। কিন্তু সেটা ছিল সাময়িক। তারপর গোটা দল দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে।
সেক্ষেত্রে অনেকটাই অবদান রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের। কিদাম্বী শ্রীকান্ত বলছেন, ‘গ্রুপের নামটাই উজ্জীবিত করার পক্ষে যথেষ্ট। ইটস কামিং হোম। এমন একটা নাম দিয়ে নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে চেয়েছিলাম। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিয়মিত জুনিয়রদের উৎসাহিত করেছি।
advertisement
আমরা খুশি যে, উদ্দেশ্য সফল হয়েছে। এই ফর্মুলা ভবিষ্যতেও প্রয়োগ করব। এদিকে, থাইল্যান্ড ওপেন থেকে নাম তুলে নিলেন সাত্ত্বিকসাইরাজ র‌্যানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি।
বাংলা খবর/ খবর/খেলা/
Thomas Cup : অদ্ভুত হলেও সত্যি! ব্যাডমিন্টনে ভারতের বিশ্ব জয়ের পেছনে ছিল হোয়াটসঅ্যাপ গ্রুপ
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement