সানা প্রেম করলে আপত্তি আছে? ডোনার সোজা জবাব, সৌরভও শুনলে হা হয়ে যাবেন!

Last Updated:

Dona Ganguly on daughter Sana Ganguly: তাঁদের মেয়ে এখন ২৪ বছর বয়সী এক যুবতী। তিনি থাকেন লন্ডনে। চাকরি করেন। মেয়ে কীভাবে জীবন কাটাবে, সে স্বাধীনতা তাঁর রয়েছে। তবুও মা-বাবার তো চিন্তার শেষ থাকে না! সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর স্ত্রী ডোনা কিন্তু এখনও সানাকে নিয়ে চিন্তিত।

কলকাতা: তাঁদের মেয়ে এখন ২৪ বছর বয়সী এক যুবতী। তিনি থাকেন লন্ডনে। চাকরি করেন। মেয়ে কীভাবে জীবন কাটাবে, সে স্বাধীনতা তাঁর রয়েছে। তবুও মা-বাবার তো চিন্তার শেষ থাকে না! সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর স্ত্রী ডোনা কিন্তু এখনও সানাকে নিয়ে চিন্তিত।
সানা ছোট থেকেই পড়াশোনা নিয়েই এগোতে চেয়েছিলেন। সেই মতো পড়াশোনা শেষে তিনি এখন চাকরী জীবনে পা রেখেছেন। বাবা বিশ্ববিখ্যাত ক্রিকেটার, মা স্বনামধন্যা নৃত্যশিল্পী। তবুও সানা যেন কিছুটা প্রচারের আড়ালেই থাকেন!
আরও পড়ুন- প্লে-অফে উঠেই বিসিসিআইয়ের শাস্তির কোপে রমনদীপ, কী করেছেন কেকেআর ব্যাটার?
লন্ডনে নিজের মতো থাকেন সানা। মাঝেমধ্যে বাড়ি আসেন। লন্ডনে থাকেন বলেই হয়তো চাকরিক্ষেত্রে তাঁর সৌরভের মেয়ে বলে শুনতে হয় না। তবে মায়ের সঙ্গে সানার সম্পর্ক বন্ধুর মতো। ব্যক্তিগত অনেক কথাই সানা মায়ের সঙ্গে শেয়ার করেন। একথা জানালেন ডোনা।
advertisement
advertisement
মেয়ে প্রেম করলে আপনার আপত্তি আছে? এই প্রশ্নের উত্তরে ডোনা বলেন, এতে আমার কোনও আপত্তি নেই। তবে আমি নিজে ওর জন্য জীবনসঙ্গী খুঁজতে চাই না। আমি ওকে বিয়ের জন্য জোরও করব না। ও যেটা ভাল বোঝে করবে। যদি ও বিয়ে করবে না বলেও ঠিক করে তাতেও আমার আপত্তি নেই।
আরও পড়়ুন- KKR: কেকেআরে পাকা রোহিত শর্মা? ইডেনে নাইটদের ড্রেসিংরুমে মিটিং! জানুন বিস্তারিত
ডোনা বলছিলেন, সাম্প্রতিক সময়ে ডিভোর্সের সংখ্যা বেড়েছে। তিনি কখনওই চান না মেয়ে বিচ্ছেদের যন্ত্রণার মধ্যে দিয়ে যাক। তাই জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে সানার পূর্ণ স্বাধীনতা রয়েছে বলে জানান ডোনা। তবে মেয়ে যে কেরিয়ার নিয়ে প্রচণ্ড সিরিয়াস তা ডোনা জানেন। তাই এটাও জানেন, বিয়ে নিয়ে কোনও তাড়াহুড়ো সানা করবেন না আপাতত।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সানা প্রেম করলে আপত্তি আছে? ডোনার সোজা জবাব, সৌরভও শুনলে হা হয়ে যাবেন!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement