Chess Olympiad: দাবা অলিম্পিয়াডে ভারতের সোনালি নজির, দাবায় ডাবল গোল্ড জিতল ভারতের ছেলে-মেয়েরা

Last Updated:

Chess Olympiad: ওপেনে এবং মহিলা বিভাগে সোনা জয় রাশিয়ার কাছে জলভাত৷ ১৯৮৬ তে তদনীন্তন সোভিয়েত ইউনিয়ন এই ডাবল করেছিল৷ আর চিনও ২০১৮ তে জর্জিয়ার বাতুমিতে সোনা জয়ের ডবল করেছিল৷

ভারতীয় মহিলা দল ও ওপেনে পুরুষরা সোনা জিতলেন - Photo Courtesy- FIDE Chess/X Account
ভারতীয় মহিলা দল ও ওপেনে পুরুষরা সোনা জিতলেন - Photo Courtesy- FIDE Chess/X Account
বুদাপেস্ট: ৪৫ তম দাবা অলিম্পিয়াডের ওপেন এবং মহিলা দুই বিভাগেই স্বর্ণপদক জিতে রবিবার বুদাপেস্টে ভারত তার ক্রীড়া ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত রেকর্ড করেছে। ভারতীয় পুরুষ প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় রবিবার দিন দুর্দান্ত আধিপত্য বিস্তার করেছিল যে তারা প্রায় এক রাউন্ড আগেই সোনা জয়ের বিষয়ে নিশ্চিত হয়ে গিয়েছিল।
বুদাপেস্টে ৪৫তম ওপেন চেস ক্যাটাগরিতে এদিন দুটি সোনা এল ভারতে৷ এর আগে এই টুর্নামেন্টে ভারতের সবচেয়ে ভাল ফল ছিল দুটি ব্রোঞ্জ, ২০১৪ ও ২০২২ এ এটা জিতেছিল ভারত৷ এই দুই বছরেই ভারত ওপেন সেকশনে পুরস্কার জিতেছিল৷ ২০২২ সালে মহিলাদের বিভাগে ভারত ব্রোঞ্জ জিতেছিল৷ ভারতের এটা প্রথম গোল্ডেন ডবল এবং চেস দুনিয়ায় তৃতীয় দেশ হিসেবে এই কৃতিত্ব অর্জন করল৷
advertisement
ওপেনে এবং মহিলা বিভাগে সোনা জয় রাশিয়ার কাছে জলভাত৷ ১৯৮৬ তে তদনীন্তন সোভিয়েত ইউনিয়ন এই ডাবল করেছিল৷ আর চিনও ২০১৮ তে জর্জিয়ার বাতুমিতে সোনা জয়ের ডবল করেছিল৷
advertisement
advertisement
রবিবার ওপেন চেসের  ১১তম ও শেষ রাউন্ডের ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে সহজ জয় পেয়েছে ভারত। ডি. গুকেশ, আর. প্রজ্ঞানন্দ এবং অর্জুন এরিগাইসি তাঁদের গেম জেতেন, এছাড়া  আর বিদিত গুজরাতি ড্র করেন। ভারত স্লোভেনিয়ার বিরুদ্ধে ৩.৫-০.৫ জিতেছে, সম্ভাব্য ২২ এর মধ্যে ২১ পয়েন্টে নিয়ে গেছে।
advertisement
পি. হরিকৃষ্ণ পুরুষ দলের অন্য সদস্য এবং তিনি রিজার্ভ বোর্ডের খেলোয়াড় হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র, শীর্ষ বাছাই যাদের ভারত শেষ রাউন্ডে পরাজিত করেছিল, তারা ১৭ পয়েন্ট নিয়ে রানার্স হয়৷
advertisement
মহিলাদের ইভেন্টের শেষ রাউন্ডেও, ভারত আজারবাইজানের বিরুদ্ধে ৩.৫-০.৫ জয় পেয়েছে। ডি. হরিকা, দিব্যা দেশমুখ এবং ভান্তিকা আগরওয়ালের জয়  পান এবং একমাত্র খেলোয়াড় ছিলেন আর. বৈশালী।
তানিয়া সচদেব রিজার্ভ বোর্ডে খেলেছেন শীর্ষ বাছাই ভারতীয় মহিলাদের হয়ে। তারা ১৯ পয়েন্ট নিয়ে শেষ করেছে, দ্বিতীয় স্থানে থাকা কাজাখস্তানের চেয়ে এক বেশি।
advertisement
দুই বছর আগে, চেন্নাইয়ের কাছে মামাল্লাপুরমে অলিম্পিয়াড অনুষ্ঠিত হলে ভারত ওপেন এবং মহিলাদের উভয় বিভাগেই ব্রোঞ্জ জিতেছিল। ওপেন বিভাগে, এটি ভারতের দ্বিতীয় দল যারা পদক জিতেছিল।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Chess Olympiad: দাবা অলিম্পিয়াডে ভারতের সোনালি নজির, দাবায় ডাবল গোল্ড জিতল ভারতের ছেলে-মেয়েরা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement