বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে জামা পরছিলেন ফিল্ডার! সুযোগ পেয়ে চার হাঁকালেন ব্যাটসম্যান

Last Updated:

বল এগিয়ে আসছে তাঁর দিকে । সে সময় জামা বদলাচ্ছেন ফিল্ডার । নিরুপায় হয়ে খালি গায়েই বলের পিছন পিছন খানিকটা ছুটে যান তিনি । দেখুন সেই ভাইরাল ভিডিও-

#আবু ধাবি: কত মজার ঘটনাই না ঘটে এই বিশ্বে । আর সোশ্যাল মিডিয়ার দৌলতে সে সব ঘটনার ছবি আর ভিডিও নিমেষে ছড়িয়ে পড়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে । তেমনই এক মজার ভিডিও দেখে হেসেই খুন দর্শকরা ।
আবু ধাবিতে চলছিল T10 League । সোমবার রাতে ম্যাচ চলাকালীন যে ঘটনা ঘটল তা দেখে হাসি আর থামছেই না নেটিজেনদের । খেলা চলছিল নর্দান ওয়ারিওর্স এবং ডেকান গ্ল্যাডিয়েটর্সদের মধ্যে । রোহন মুস্তাফা নামের এক খেলোয়াড় সে সময় বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন । হঠাৎই চৌকা হাঁকেন ব্যাটসম্যান । কিন্তু সেই বল আটকানোর কোনও সুযোগই পেলেন না রোহন । কারণ ঠিক সে সময়ই জার্সি বদলাচ্ছিলেন তিনি ।
advertisement
advertisement
advertisement
ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, ব্যাটসম্যান শট মারার পর রোহন খেয়াল করেন বলটা তাঁর দিকেই এগিযে আসছে । কিন্তু চার রান আটকানোর মতো অবস্থায় তিনি ছিলেন না । সে সময় জামা বদলাচ্ছিলেন রোহন । নিরুপায় হয়ে খালি গায়েই বলের পিছন পিছন খানিকটা ছুটে যান তিনি । কিন্তু সময়ের মধ্যে জামা পরা শেষ করে উঠতে পারেননি । ফলে অনায়াসেই বাউন্ডারি লাইন পেরিয়ে যায় বল ।
advertisement
advertisement
সম্ভবত বল করার আগে বোলার খেয়ালই করেননি ফিল্ডাররা সকলে প্রস্তুত নন । আর তার ফলে যা হওযার সেটাই হল । খালি গায়ে বলের পিছনে দৌড়েও শেষরক্ষা করতে পারেন না রোহন । তবে খেলার মাঠে এমন মজার ঘটনা দেখে হাসির রোল ওঠে গ্যালারিতে । খেলোয়াড়রাও খেলা ছেড়ে হাসতে থাকেন । গোটা ঘটনার ভিডিও নিমেষে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় । নেটিজেনরা নানারকম মজার মন্তব্য করতে থাকেন । অনেকে আবার মুস্তাফার দায়িত্বজ্ঞানহীনতায় তাঁর উপর চটেও যান ।
advertisement
শেষ পর্যন্ত নিকোলাস পূরাণের টিম নর্দান ওয়ারিয়র্স ৮ উইকেটে জিতে যায় ।
বাংলা খবর/ খবর/খেলা/
বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে জামা পরছিলেন ফিল্ডার! সুযোগ পেয়ে চার হাঁকালেন ব্যাটসম্যান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement