বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে জামা পরছিলেন ফিল্ডার! সুযোগ পেয়ে চার হাঁকালেন ব্যাটসম্যান
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
বল এগিয়ে আসছে তাঁর দিকে । সে সময় জামা বদলাচ্ছেন ফিল্ডার । নিরুপায় হয়ে খালি গায়েই বলের পিছন পিছন খানিকটা ছুটে যান তিনি । দেখুন সেই ভাইরাল ভিডিও-
#আবু ধাবি: কত মজার ঘটনাই না ঘটে এই বিশ্বে । আর সোশ্যাল মিডিয়ার দৌলতে সে সব ঘটনার ছবি আর ভিডিও নিমেষে ছড়িয়ে পড়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে । তেমনই এক মজার ভিডিও দেখে হেসেই খুন দর্শকরা ।
আবু ধাবিতে চলছিল T10 League । সোমবার রাতে ম্যাচ চলাকালীন যে ঘটনা ঘটল তা দেখে হাসি আর থামছেই না নেটিজেনদের । খেলা চলছিল নর্দান ওয়ারিওর্স এবং ডেকান গ্ল্যাডিয়েটর্সদের মধ্যে । রোহন মুস্তাফা নামের এক খেলোয়াড় সে সময় বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন । হঠাৎই চৌকা হাঁকেন ব্যাটসম্যান । কিন্তু সেই বল আটকানোর কোনও সুযোগই পেলেন না রোহন । কারণ ঠিক সে সময়ই জার্সি বদলাচ্ছিলেন তিনি ।
advertisement
Team Abu Dhabi versus Northern Warriors earlier today in the T10 League - the ball goes for 4 as the fielder Rohan Mustafa was too busy changing his jersey #T10League #Cricket pic.twitter.com/GvHZMhl2eq
— Saj Sadiq (@Saj_PakPassion) February 1, 2021
advertisement
advertisement
ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, ব্যাটসম্যান শট মারার পর রোহন খেয়াল করেন বলটা তাঁর দিকেই এগিযে আসছে । কিন্তু চার রান আটকানোর মতো অবস্থায় তিনি ছিলেন না । সে সময় জামা বদলাচ্ছিলেন রোহন । নিরুপায় হয়ে খালি গায়েই বলের পিছন পিছন খানিকটা ছুটে যান তিনি । কিন্তু সময়ের মধ্যে জামা পরা শেষ করে উঠতে পারেননি । ফলে অনায়াসেই বাউন্ডারি লাইন পেরিয়ে যায় বল ।
advertisement
Rohan Mustafa was changing his jersey when the ball came to him. #AbuDhabiT10 pic.twitter.com/FpWiSjQDEK
— Ali Raza (@alisanalysis) February 1, 2021
This made me go to Kayo and watch for myself (3:48:00 in). Rohan Mustafa getting dressed in the deep as the ball races past to the boundary pic.twitter.com/IqHOKpgCeZ
— Rick Eyre on cricket (@rickeyrecricket) February 1, 2021
advertisement
সম্ভবত বল করার আগে বোলার খেয়ালই করেননি ফিল্ডাররা সকলে প্রস্তুত নন । আর তার ফলে যা হওযার সেটাই হল । খালি গায়ে বলের পিছনে দৌড়েও শেষরক্ষা করতে পারেন না রোহন । তবে খেলার মাঠে এমন মজার ঘটনা দেখে হাসির রোল ওঠে গ্যালারিতে । খেলোয়াড়রাও খেলা ছেড়ে হাসতে থাকেন । গোটা ঘটনার ভিডিও নিমেষে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় । নেটিজেনরা নানারকম মজার মন্তব্য করতে থাকেন । অনেকে আবার মুস্তাফার দায়িত্বজ্ঞানহীনতায় তাঁর উপর চটেও যান ।
advertisement
শেষ পর্যন্ত নিকোলাস পূরাণের টিম নর্দান ওয়ারিয়র্স ৮ উইকেটে জিতে যায় ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 02, 2021 3:23 PM IST