হোম /খবর /খেলা /
বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে জামা পরছিলেন ফিল্ডার! সুযোগ পেয়ে চার মারলেন ব্যাটসম্যান

বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে জামা পরছিলেন ফিল্ডার! সুযোগ পেয়ে চার হাঁকালেন ব্যাটসম্যান

বল এগিয়ে আসছে তাঁর দিকে । সে সময় জামা বদলাচ্ছেন ফিল্ডার । নিরুপায় হয়ে খালি গায়েই বলের পিছন পিছন খানিকটা ছুটে যান তিনি । দেখুন সেই ভাইরাল ভিডিও-

  • Last Updated :
  • Share this:

#আবু ধাবি: কত মজার ঘটনাই না ঘটে এই বিশ্বে । আর সোশ্যাল মিডিয়ার দৌলতে সে সব ঘটনার ছবি আর ভিডিও নিমেষে ছড়িয়ে পড়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে । তেমনই এক মজার ভিডিও দেখে হেসেই খুন দর্শকরা ।

আবু ধাবিতে চলছিল T10 League । সোমবার রাতে ম্যাচ চলাকালীন যে ঘটনা ঘটল তা দেখে হাসি আর থামছেই না নেটিজেনদের । খেলা চলছিল নর্দান ওয়ারিওর্স এবং ডেকান গ্ল্যাডিয়েটর্সদের মধ্যে । রোহন মুস্তাফা নামের এক খেলোয়াড় সে সময় বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন । হঠাৎই চৌকা হাঁকেন ব্যাটসম্যান । কিন্তু সেই বল আটকানোর কোনও সুযোগই পেলেন না রোহন । কারণ ঠিক সে সময়ই জার্সি বদলাচ্ছিলেন তিনি ।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, ব্যাটসম্যান শট মারার পর রোহন খেয়াল করেন বলটা তাঁর দিকেই এগিযে আসছে । কিন্তু চার রান আটকানোর মতো অবস্থায় তিনি ছিলেন না । সে সময় জামা বদলাচ্ছিলেন রোহন । নিরুপায় হয়ে খালি গায়েই বলের পিছন পিছন খানিকটা ছুটে যান তিনি । কিন্তু সময়ের মধ্যে জামা পরা শেষ করে উঠতে পারেননি । ফলে অনায়াসেই বাউন্ডারি লাইন পেরিয়ে যায় বল ।

সম্ভবত বল করার আগে বোলার খেয়ালই করেননি ফিল্ডাররা সকলে প্রস্তুত নন । আর তার ফলে যা হওযার সেটাই হল । খালি গায়ে বলের পিছনে দৌড়েও শেষরক্ষা করতে পারেন না রোহন । তবে খেলার মাঠে এমন মজার ঘটনা দেখে হাসির রোল ওঠে গ্যালারিতে । খেলোয়াড়রাও খেলা ছেড়ে হাসতে থাকেন । গোটা ঘটনার ভিডিও নিমেষে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় । নেটিজেনরা নানারকম মজার মন্তব্য করতে থাকেন । অনেকে আবার মুস্তাফার দায়িত্বজ্ঞানহীনতায় তাঁর উপর চটেও যান ।

শেষ পর্যন্ত নিকোলাস পূরাণের টিম নর্দান ওয়ারিয়র্স ৮ উইকেটে জিতে যায় ।

Published by:Simli Raha
First published:

Tags: Abu Dhabi, Viral Video