‘‘কোচের প্রতি রাগ আমারও ছিল....তাও ২০ বছর সঙ্গেই ছিলাম’’ : বিরাটের উদ্দেশ্য বিন্দ্রার ট্যুইট
Last Updated:
বিরাটকেই ঘুরিয়ে সমালোচনা করেছেন দেশের অনেক ক্রীড়াবিদ ৷
#মুম্বই: ভারতীয় দলে কোচ-ক্যাপ্টেনের কাজিয়া অনেক দিন ধরেই চলছিল ৷ অবশেষে তাতে যবনিকা পড়েছে মঙ্গলবার ভারতীয় সময় রাত আটটা নাগাদ ৷ কারণ আর কোনওরকম লড়াইয়ে না গিয়ে কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন অনিল কুম্বলে ৷
কোচের পদে নিজের মেয়াদকাল শেষ হতে আর মাত্র তিন দিনই বাকি ছিল জাম্বোর ৷ কিন্তু আর বেশি দেরি না করে বোর্ডকে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন কুম্বলে ৷ পদত্যাগপত্রে কুম্বলে ঠিক কী লিখেছিলেন, তা এখন কারোরই অজানা নয় ৷ কারণ নিজের ট্যুইটার পেজেই তা আপলোড করেছেন সদ্য প্রাক্তন হওয়া ভারতীয় দলের কোচ ৷ কুম্বলের এভাবে বাধ্য হয়ে সরে যাওয়াটা অনেকেই মেনে নিতে পারছেন না ৷ এব্যাপারে বিরাটকেই ঘুরিয়ে সমালোচনা করেছেন দেশের অনেক ক্রীড়াবিদ ৷ যাঁদের মধ্যে রয়েছেন অলিম্পিকে সোনাজয়ী শ্যুটার অভিনব বিন্দ্রা এবং ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টাও ৷
advertisement
শ্যুটার অভিনব যেমন বিরাটকে উদ্দেশ্য করে ট্যুইট করেছেন, ‘‘ উই রিস্টেরার আমার সবচেয়ে বড় শিক্ষক ৷ আমি একদমই পছন্দ করতাম না তাঁকে ৷ কিন্তু ওঁর সঙ্গেই কাটিয়েছি ২০টা বছর ৷ উনি যা বলতেন, তা আমার কখনই পছন্দ হত না ৷ ’’
advertisement
My biggest teachers was coach Uwe.I hated him!But stuck with him for 20 years.He always told me things I did not want to hear.#justsaying
— Abhinav Bindra (@Abhinav_Bindra) June 20, 2017
advertisement
অভিনবের এই ট্যুইটের উত্তর দিয়েছেন জোয়ালা গুট্টা ৷ তিনি বলেন, ‘‘ আমার মনে হয় ট্রেনিংয়ে এমনটা প্রয়োজনও হয় ৷ আমার মনে পড়ে আমার স্যর ঠিক এই কাজটাই করতেন... এখনও সেটাই করেন !’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 21, 2017 5:16 PM IST