#মুম্বই: ভারতীয় দলে কোচ-ক্যাপ্টেনের কাজিয়া অনেক দিন ধরেই চলছিল ৷ অবশেষে তাতে যবনিকা পড়েছে মঙ্গলবার ভারতীয় সময় রাত আটটা নাগাদ ৷ কারণ আর কোনওরকম লড়াইয়ে না গিয়ে কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন অনিল কুম্বলে ৷
কোচের পদে নিজের মেয়াদকাল শেষ হতে আর মাত্র তিন দিনই বাকি ছিল জাম্বোর ৷ কিন্তু আর বেশি দেরি না করে বোর্ডকে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন কুম্বলে ৷ পদত্যাগপত্রে কুম্বলে ঠিক কী লিখেছিলেন, তা এখন কারোরই অজানা নয় ৷ কারণ নিজের ট্যুইটার পেজেই তা আপলোড করেছেন সদ্য প্রাক্তন হওয়া ভারতীয় দলের কোচ ৷ কুম্বলের এভাবে বাধ্য হয়ে সরে যাওয়াটা অনেকেই মেনে নিতে পারছেন না ৷ এব্যাপারে বিরাটকেই ঘুরিয়ে সমালোচনা করেছেন দেশের অনেক ক্রীড়াবিদ ৷ যাঁদের মধ্যে রয়েছেন অলিম্পিকে সোনাজয়ী শ্যুটার অভিনব বিন্দ্রা এবং ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টাও ৷
শ্যুটার অভিনব যেমন বিরাটকে উদ্দেশ্য করে ট্যুইট করেছেন, ‘‘ উই রিস্টেরার আমার সবচেয়ে বড় শিক্ষক ৷ আমি একদমই পছন্দ করতাম না তাঁকে ৷ কিন্তু ওঁর সঙ্গেই কাটিয়েছি ২০টা বছর ৷ উনি যা বলতেন, তা আমার কখনই পছন্দ হত না ৷ ’’
অভিনবের এই ট্যুইটের উত্তর দিয়েছেন জোয়ালা গুট্টা ৷ তিনি বলেন, ‘‘ আমার মনে হয় ট্রেনিংয়ে এমনটা প্রয়োজনও হয় ৷ আমার মনে পড়ে আমার স্যর ঠিক এই কাজটাই করতেন... এখনও সেটাই করেন !’’My biggest teachers was coach Uwe.I hated him!But stuck with him for 20 years.He always told me things I did not want to hear.#justsaying
— Abhinav Bindra (@Abhinav_Bindra) June 20, 2017
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abhinav Bindra, Cricket, Indian Team Coach, Jwala Gutta