Viral Reel: ‘দুনিয়া কী জিন্দেগি তো মহজ এক খেল অউর তামাশা হ্যায়’ বিশ্বকাপ ফাইনালের দিনে কী বললেন হাসিন, ভাইরাল রিল

Last Updated:

Viral Reel: ‘‘দুনিয়া কী জিন্দেগি তো মহজ এক খেল অউর তামাশা হ্যায়’ বিশ্বকাপ ফাইনালের দিনে কী বললেন হাসিন, রইল সেই ভাইরাল রিল

হাসিনের ভাইরাল রিলে কি বললেন মহম্মদ শামির স্ত্রী - Photo Courtesy- Facebook
হাসিনের ভাইরাল রিলে কি বললেন মহম্মদ শামির স্ত্রী - Photo Courtesy- Facebook
কলকাতা: একদিকে ভারতীয় দল বিশ্বকাপে খেলছিল, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় অন্য খেলায় ব্যস্ত ছিলেন মহম্মদ শামির বউ হাসিন জাহান৷ এই বিশ্বকাপে আগুনে বোলিং করেছেন আর যত নিউজ প্রিন্ট বা যত শব্দ , বা যত এয়ারটাইম ব্যবহার হয়েছে ততই হাসিন আরও নিজের সোশ্যাল মিডিয়া হলচল তৈরি করা ভিডিও ছেড়েছেন৷ একাধিক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করা হয় যে তাঁর পোস্টগুলি কি শামিকে উদ্দেশ্য করে৷ এই প্রশ্নের সরাসরি কোনও উত্তর দিতে অস্বীকার করেন৷
কিন্তু তাঁর পোস্টের কোনও যে ইঙ্গিত থাকে সেই জল্পনাই ফের একবার ফাইনাল খেলার দিনের পোস্টে বুঝিয়ে দিলেন৷ একটি ভাবপূর্ণ কবিতা পাঠ দিয়ে একটি রিল তৈরি করেছেন৷ সেখানেই বলা ‘দুনিয়া কী জিন্দেগি তো মহজ এক খেল অউর তামাশা হ্যায়’ বিশ্বকাপ ফাইনালের দিনে কী বললেন হাসিন, রইল সেই ভাইরাল রিল
advertisement
advertisement
আরেকটি ভিডিওতে তিনি বলেন , ‘হাম তো পহলে সে হি বদনাম হ্যায়৷’ দেখে নিন সেই ভিডিও…
advertisement
এদিকে বিশ্বকাপে ফাইনালে ভারতের হতশ্রী পারফরম্যান্স৷ সব বিভাগেই অস্ট্রেলিয়া ভারতকে পর্যদুস্ত করে ষষ্ঠবারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে৷ ৪২ বল বাকি থাকতে ৬ উইকেটে এদিন ম্যাচ জিতে যায় প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া৷
বাংলা খবর/ খবর/খেলা/
Viral Reel: ‘দুনিয়া কী জিন্দেগি তো মহজ এক খেল অউর তামাশা হ্যায়’ বিশ্বকাপ ফাইনালের দিনে কী বললেন হাসিন, ভাইরাল রিল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement