অনুষ্কা ও আথিয়াকে নিয়ে কুশ্রী ইঙ্গিত হরভজনের- Photo Courtesy- X Account
আহমেদাবাদ: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্বকাপ ২০২৩-র ফাইনাল ম্যাচ শেষ৷ ১২ বছর বাদে ভারতের বিশ্বজয়ের স্বপ্নে সিমেন্ট পড়ে গেছে৷ এই অবস্থায় একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুফান তুলে ভাইরাল হচ্ছে৷ তবে এই ভিডিও কোনও ভাল কারণে ভাইরাল হয়নি৷ ভিডিওটিতে দেখা যাচ্ছে হিন্দি ভাষায় কমেন্টেটররা ম্যাচের ধারাভাষ্য করছিলেন৷ সেই সময়ে ক্যামেরা আনুষ্কা শর্মা এবং আথিয়া শেঠির দিকে তাক করেছিল। যেখানে দেখা যায় দুই বলিউড অভিনেত্রী নিজেদের মধ্য কথা বলছেন৷ সেই সময়ে ক্রিজে ব্যাট করছিলেন বিরাট কোহলি ও কেএল রাহুল৷
এই সময়ে হরভজন সিং, যিনি হিন্দি কমেন্ট্রি টিমের অংশে ছিলেন, তিনি একটি মিসোজিনিস্ট মন্তব্য করেন৷ তিনি সোজা দুই মহিলার ক্রিকেট বোধ নিয়ে প্রশ্ন তোলেন৷ রইল সেই ভাইরাল ভিডিও৷
Seriously? What times are we living in?
“baat cricket ki ho rahi hai ya filmon ki. Kyunki cricket ke barein mein toh janta nahi kitni samajh hogi” #HarbhajanSingh’s sexist comment on #AnushkaSharma and #AthiyaShetty is making us furious!
what are you thoughts? #ViratKohli… pic.twitter.com/4wsSq607Ud
ধারাভাষ্যের সময় হরভজন বলেছিলেন, “অর ইয়ে ম্যায় সোচ রাহা থা কি বাত ক্রিকেট কি হো রাহি হ্যায় ইয়া ফিল্মো কি। কিঁয়ুকি ক্রিকেট কে বারে ম্যায় না জানে কিতনি সমঝ হোগি৷’’ অর্থাৎ ‘আমি ভাবছিলাম যে কথাবার্তা কি ক্রিকেট নিয়ে চলছে নাকি সিনেমা নিয়ে। কারণ আমি নিশ্চিত নই যে ক্রিকেট সম্পর্কে তাঁদের কতটা জ্ঞান রয়েছে৷’
advertisement
অনুষ্কা এবং আথিয়া রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন টিম ইন্ডিয়া পাশাপাশি নিজেদের বর যথাক্রমে বিরাট কোহলি এবং কেএল রাহুলকে সমর্থন করার জন্য৷
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি প্রবল গতিতে ভাইরাল হয়েছে৷ এই মন্তব্যকে ভীষণভাবে লিঙ্গ হেনস্তাকারী মন্তব্য হিসেবে দেখছে৷ এক্স হ্যান্ডেলে এই মন্তব্য ঘিরে তুমুল আলোড়ন তৈরি হয়েছে৷ দুই অভিনেত্রীর ক্রিকেট জ্ঞান নিয়ে এভাবে কী করে মন্তব্য করা যায় তা নিয়েই তোলপাড় হচ্ছে সব৷
advertisement
এক নেটিজেন লিখেছেন “হিন্দি কমেন্টেটররা খোলাখুলিভাবে # অনুষ্কাশর্মাকে তাঁর ক্রিকেট বোঝার বিষয়ে উপহাস করছেন। ‘হাম কব সুধরেঙ্গে ভাই, ওহ স্যার অনুষ্কা নেহি হ্যায়৷ আবার একজন লিখেছেন #বিরাটকোহলির স্ত্রী, যিনি সম্প্রতি ইতিহাস তৈরি করেছেন তাঁকে নিয়ে কেউ ঠাট্টা করছেন যখন এত লোক দেখছে তা একেবারে হাস্যকর৷’’