Hasin Jahan: ‘শামির টাকা! নাকি স্বামীর প্রেম’ কী চান হাসিন, বিশ্বকাপে শামির ৭ উইকেটের দিনে কী পোস্ট করলেন হাসিন

Last Updated:

Hasin Jahan: হাসিন তো বোমা৷ তিনিও প্রচার থেকে দূরে থাকতে চান না৷ যতই মুখে মহম্মদ শামির সবরকম অস্তিত্ব অস্বীকার করুন, তিনি নিজেও জানেন তিনি যে সংবাদ শিরোনাম ছিনিয়ে নেন তার এক এবং একমাত্র তিনি মহম্মদ শামির বিছিন্না স্ত্রী৷

ইনস্টাগ্রামেও কাঁপাচ্ছে হাসিনের আরও একটি রিল৷
ইনস্টাগ্রামেও কাঁপাচ্ছে হাসিনের আরও একটি রিল৷
কলকাতা: হাসিন জাহান নিয়ে মানুষের কৌতূহলের আর কোনও শেষ নেই৷ মহম্মদ শামি ভাল করুন, মন্দ করুন সর্বপ্রথম যার খোঁজ পড়ে তিনি হলেন হাসিন জাহান৷ বিশ্বকাপে মহম্মদ শামি দারুণ পারফর্ম করছেন৷ রোজের পারফরম্যান্সে নিজেই নিজেকে ছাপিয়ে যাচ্ছেন৷ আর সেমিফাইনালে তো জাস্ট আগুন ঝরালেন৷ ৯.৫ ওভারে ৫৭ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন তিনি৷ এদিকে নিন্দুকরা খোঁজ নিতে বসে গেছেন হাসিন সেই সময় কী করছিলেন৷
এদিকে হাসিন তো বোমা৷ তিনিও প্রচার থেকে দূরে থাকতে চান না৷ যতই মুখে মহম্মদ শামির সবরকম অস্তিত্ব অস্বীকার করুন, তিনি নিজেও জানেন তিনি যে সংবাদ শিরোনাম ছিনিয়ে নেন তার এক এবং একমাত্র তিনি মহম্মদ শামির বিছিন্না স্ত্রী৷
বুধবার ওয়াংখেড়েতে যখন আগুন ঝরছিল শামির হাত থেকে ঠিক তখনই রোমান্সে মজেছিলেন হাসিন জাহান৷ স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও৷
advertisement
advertisement
দেখে নিন ভাইরাল ভিডিও
ইনস্টাগ্রামেও কাঁপাচ্ছে হাসিনের আরও একটি রিল৷
advertisement
এদিকে বিশ্বকাপ চলাকালীনই হাসিন জাহান জানিয়েছিলেন তাঁর নাকি   শামির টাকাই দরকার শামি কী খেলেন না কী পারফরম্যান্স দেন তাতে তাঁর কিছু যায় আসে না৷ আজ শামির পারফরম্যান্সের পর বলিউডের দুটি রোমান্টিক গানে রিল বানালেন৷ যা ভাইরাল ভিডিও হয়ে গেছে৷
এদিকে হাসিন সেমিফাইনালের দিনেও নাকি ভারতের খেলা দেখেনি, তাঁর সাফ দাবি তার বাড়িতে সেভাবে টেলিভিশনই চলে না৷ তাই তিনি তাঁর  ম্যাচ দেখার কোনও সম্ভাবনা নেই বলেও জানিয়ে দেন৷
বাংলা খবর/ খবর/খেলা/
Hasin Jahan: ‘শামির টাকা! নাকি স্বামীর প্রেম’ কী চান হাসিন, বিশ্বকাপে শামির ৭ উইকেটের দিনে কী পোস্ট করলেন হাসিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement