Hasin Jahan: ‘শামির টাকা! নাকি স্বামীর প্রেম’ কী চান হাসিন, বিশ্বকাপে শামির ৭ উইকেটের দিনে কী পোস্ট করলেন হাসিন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Hasin Jahan: হাসিন তো বোমা৷ তিনিও প্রচার থেকে দূরে থাকতে চান না৷ যতই মুখে মহম্মদ শামির সবরকম অস্তিত্ব অস্বীকার করুন, তিনি নিজেও জানেন তিনি যে সংবাদ শিরোনাম ছিনিয়ে নেন তার এক এবং একমাত্র তিনি মহম্মদ শামির বিছিন্না স্ত্রী৷
কলকাতা: হাসিন জাহান নিয়ে মানুষের কৌতূহলের আর কোনও শেষ নেই৷ মহম্মদ শামি ভাল করুন, মন্দ করুন সর্বপ্রথম যার খোঁজ পড়ে তিনি হলেন হাসিন জাহান৷ বিশ্বকাপে মহম্মদ শামি দারুণ পারফর্ম করছেন৷ রোজের পারফরম্যান্সে নিজেই নিজেকে ছাপিয়ে যাচ্ছেন৷ আর সেমিফাইনালে তো জাস্ট আগুন ঝরালেন৷ ৯.৫ ওভারে ৫৭ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন তিনি৷ এদিকে নিন্দুকরা খোঁজ নিতে বসে গেছেন হাসিন সেই সময় কী করছিলেন৷
এদিকে হাসিন তো বোমা৷ তিনিও প্রচার থেকে দূরে থাকতে চান না৷ যতই মুখে মহম্মদ শামির সবরকম অস্তিত্ব অস্বীকার করুন, তিনি নিজেও জানেন তিনি যে সংবাদ শিরোনাম ছিনিয়ে নেন তার এক এবং একমাত্র তিনি মহম্মদ শামির বিছিন্না স্ত্রী৷
বুধবার ওয়াংখেড়েতে যখন আগুন ঝরছিল শামির হাত থেকে ঠিক তখনই রোমান্সে মজেছিলেন হাসিন জাহান৷ স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও৷
advertisement
advertisement
দেখে নিন ভাইরাল ভিডিও
ইনস্টাগ্রামেও কাঁপাচ্ছে হাসিনের আরও একটি রিল৷
advertisement
এদিকে বিশ্বকাপ চলাকালীনই হাসিন জাহান জানিয়েছিলেন তাঁর নাকি শামির টাকাই দরকার শামি কী খেলেন না কী পারফরম্যান্স দেন তাতে তাঁর কিছু যায় আসে না৷ আজ শামির পারফরম্যান্সের পর বলিউডের দুটি রোমান্টিক গানে রিল বানালেন৷ যা ভাইরাল ভিডিও হয়ে গেছে৷
এদিকে হাসিন সেমিফাইনালের দিনেও নাকি ভারতের খেলা দেখেনি, তাঁর সাফ দাবি তার বাড়িতে সেভাবে টেলিভিশনই চলে না৷ তাই তিনি তাঁর ম্যাচ দেখার কোনও সম্ভাবনা নেই বলেও জানিয়ে দেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 16, 2023 11:05 AM IST