Viral Video: ‘আরে দাদা মদ খেয়ে নাকি’ ড্রেসিং রুমে রোহিতের নাচ সুপার ভাইরাল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Viral Video: ভিডিওটি যাঁরা দেখেছেন তাঁরা বারবার দেখছেন এই ভিডিও, আর নিজেদের রিঅ্যাকশনও দিচ্ছেন৷
মুম্বই: ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালে দুরন্ত জয় ভারতের৷ ৭০ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে রোহিত এন্ড কোং৷ এদিনের ম্যাচে যেদিকেই তাকানো যায় ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্সের মণি মুক্তো ছড়ানো রয়েছে৷ বিরাট কোহলি তাঁর কেরিয়ারের ৫০ তম সেঞ্চুরি করে খোদ মাস্টারব্লাস্টারের নজর কেড়ে নেন। বিশ্বকাপে পরপর দুটি সেঞ্চুরি সেরে নেন মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আইয়ারও। মাত্র ৭০ বলে আটটি ছক্কা ও চারটি চারের সাহায্যে তিনি করেন ১০৫ রান।
ভারত এদিন ৩৯৮ রানের বিশাল টার্গেট দিয়েছিল তাতে গুরুত্বপূর্ণ অবদান শ্রেয়স আইয়ারের। এদিনের সেমিফাইনালের একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে, যেখানে অধিনায়ক রোহিত শর্মাকে আইয়ারের সেঞ্চুরিতে নিজের স্টাইলে নাচতে দেখা যাচ্ছে। এমন নাচ যা দেখে নেটিজেনদের মন্তব্য আরে দাদা মদ্যপ নাকি!
আরও পড়ুন – Babar Azam Resigns: পাকিস্তানের পুরনো খেলা! এবার পদ ছাড়লেন খোদ অধিনায়ক বাবর, লিখলেন আবেগ ভরা মেসেজ
advertisement
advertisement
রইল সেই ভাইরাল ভিডিও
Rohit being Rohit Sharma 😭💙#INDvsNZpic.twitter.com/QHu9FcDbja
— 𝐂𝐡𝐚𝐢𝐭𝐡𝐮 🇮🇳 (@ChaitRo45) November 15, 2023
ভিডিওটি যাঁরা দেখেছেন তাঁরা বারবার দেখছেন এই ভিডিও, আর নিজেদের রিঅ্যাকশনও দিচ্ছেন৷ আসলে, রোহিত শর্মাকে আইয়ারের সেঞ্চুরিতে আনন্দে নাচতে দেখা যায়। ম্যাচে দলের পারফরম্যান্সে দারুণ খুশি হিটম্যান। ফ্যানরা বলছেন যে রোহিত সবচেয়ে সুন্দর অধিনায়ক, অন্যরা মদ্যপানে তার নাচ সম্পর্কে মজার প্রতিক্রিয়া দিতে শুরু করে।
advertisement
সকলেরই বক্তব্য আরে দাদা পিছনে কী কোনও মদ খাওয়ার গান বাজছে নাকি৷
এদিন সেমিফাইনাল ১১৭ রান করেন বিরাট কোহলি। সচিনের ৫০ সেঞ্চুরির রেকর্ড ভাঙা বিরাট, বর্তমান বিশ্বকাপ টুর্নামেন্টে রান তুলতে ব্যস্ত। এদিন শুভমান গিল ৬৬ বলে ৮০ রান এবং অধিনায়ক রোহিত শর্মা ২৯ বলে ৪৭ রান করেন। ভারত ঘরের মাঠের ফাইনালের টিকিট পেয়ে ফুটছে টগবগ করে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 15, 2023 11:42 PM IST