গম্ভীরের 'প্রিয় ছাত্রের' আগুনে বোলিং! একাই ধসিয়ে দিলেন প্রোটিয়াদের

Last Updated:

IND VS SA: অস্ট্রেলিয়া সফরে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও নজর কেড়েছিলেন হর্ষিত রানা। কিন্তু ঘরের মাঠে টেস্ট সিরিজে সুযোগ না পেয়ে সমালোচনার মুখে পড়েছিলেন গৌতম গম্ভীরের 'প্রিয় ছাত্র'।

News18
News18
অস্ট্রেলিয়া সফরে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও নজর কেড়েছিলেন হর্ষিত রানা। কিন্তু ঘরের মাঠে টেস্ট সিরিজে সুযোগ না পেয়ে সমালোচনার মুখে পড়েছিলেন গৌতম গম্ভীরের ‘প্রিয় ছাত্র’। তবে দক্ষিণ আফ্রিকা ‘এ’–র বিপক্ষে আনঅফিশিয়াল ওয়ানডে সিরিজে তিনি নিজের সামর্থ্য পুরোপুরি প্রমাণ করেছেন। অস্ট্রেলিয়া সফর শেষে ভারতীয় দল যেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজে শোচনীয় পারফরম্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে ভারতীয় ‘এ’ দলের এই তরুণ পেসার দলকে দারুণ সাফল্য এনে দিয়েছেন।
রাজকোটে অনুষ্ঠিত দ্বিতীয় আনঅফিশিয়াল ওয়ানডেতে হর্ষিত রানার আগুনে বোলিংয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’–র ব্যাটিং লাইনআপ। মাত্র পাঁচ ওভার বোলিং করে তিনি ২১ রানে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তার সঙ্গে দুর্দান্ত ছন্দে ছিলেন নিশান্ত সাঁধুও, যিনি সাত ওভার বল করে মাত্র ১৬ রানে চার উইকেট দখল করেন। দুইজনের তীব্র আক্রমণে প্রতিপক্ষ দল ৩০.২ ওভারেই ১৩২ রানে অলআউট হয়ে যায়।
advertisement
স্বল্প লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ‘এ’ ব্যাটসম্যানরা শুরু থেকেই দাপট দেখান। রুতুরাজ গায়কোয়াড় সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৬৮ রানের চমৎকার ইনিংস খেলেন। অভিষেক শর্মা ৩২ এবং তিলক ভার্মা ২৯ রানের ইনিংস খেলে মাত্র ২৭.৫ ওভারেই ১ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলে সহজ জয় নিশ্চিত করে ভারত ‘এ’।
advertisement
advertisement
এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ভারত ‘এ’ ২–০ ব্যবধানে অজেয় অবস্থানে পৌঁছে গিয়েছে। সিনিয়র দলে সুযোগ না পেলেও হর্ষিত রানার এই পারফরম্যান্স প্রমাণ করেছে যে তিনি ভবিষ্যতে ভারতের জার্সিতে বড় মঞ্চে নিজের সেরাটা দেওয়ার মতো প্রতিভা ও মানসিকতা রাখেন। তার এমন ধারাবাহিক পারফরম্যান্স নির্বাচকদের ভাবনায় ফেলবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
গম্ভীরের 'প্রিয় ছাত্রের' আগুনে বোলিং! একাই ধসিয়ে দিলেন প্রোটিয়াদের
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement