Rahara Blast: হঠাৎই বিকট শব্দে কাঁপল চারপাশ, রহড়ায় আচমকা বিস্ফোরণ! এলাকায় তীব্র চাঞ্চল্য

Last Updated:

Rahara Blast: রহড়ায় বাড়িতে বিস্ফোরণ, ছুটে গেল পুলিশ। কাঁপছেন এলাকাবাসীরা, কী হল জানুন... 

ঘটনাস্থল
ঘটনাস্থল
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: হঠাৎই বিকট শব্দে কাঁপল চারপাশ। সন্ধ্যা নামতেই আচমকা বিস্ফোরণ রহড়ায়। এদিন ঠাকুর কলোনি বান্দিপুর এলাকার একটি বাড়িতে ঘটে ওই বিস্ফোরণের ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়িটিতে ভাড়া থাকতেন অভিজিৎ সিং নামে এক যুবক। তিনি পেশায় শেডের ব্যবসা করলেও বাড়ির ঘরেই বারুদ মজুত করে রেখেছিলেন। প্রাথমিক অনুমান, সেই বারুদ থেকেই বিস্ফোরণ ঘটে। অভিজিৎ পুলিশের কাছে জানিয়েছেন, তিনি তুবড়ি তৈরি করতেন, তাই ঘরে ওই বারুদ রাখা ছিল। হঠাৎ বিস্ফোরণের ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
advertisement
আরও পড়ুন: এসএসসি একাদশ-দ্বাদশে ইন্টারভিউতে ২০৫০০ জনের তালিকায় কতজন নতুন ও কতজন চাকরি বাতিল হওয়া প্রার্থী জানুন
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রহড়া থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল ঘিরে তল্লাশি চালায় এবং ফরেনসিক পরীক্ষার জন্য বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করে। পাশাপাশি, ঘর থেকে কিছু শব্দ বাজিও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে ঠিক কী ধরনের বারুদ মজুত ছিল এবং কীভাবে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। কোনও হতাহতের খবর পাওয়া না গেলেও ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে বলেই জানান ডিসিপি সেন্ট্রাল ইন্দ্র বদন ঝা।
advertisement
advertisement
আরও পড়ুন: পারিশ্রমিক মাসে ১,৪৪,২০০ টাকা, সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে প্রফেসর নিয়োগ! শীঘ্রই আবেদন করুন
ঘটনাস্থলের কাছেই উপস্থিত থাকা এক ব্যক্তি জানান, ‘হঠাৎই বিকট শব্দে কেঁপে উঠল চারদিক। তারপরেই ছুটে গিয়ে দেখি ওই ঘরের মধ্যে ধোঁয়া। কিছু বুঝে ওঠার আগেই চারদিকে চিৎকার চেঁচামেচি পড়ে যায় আতঙ্কে। বিস্ফোরণ হয়েছে ভেবে ভয়ে গা হাত পা কাঁপছিল।’ এরপর স্থানীয়রাই পুলিশকে খবর দেয়। বর্তমানে যা পরিস্থিতি, তাতে এই ধরনের ঘটনায় এলাকার মানুষদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। প্লাস্টার চটেছে আর পাশের একটা বাড়ির কাচের জানালা ভেঙেছে। অনেকেই বলছেন কয়েকদিন ধরে বাইরের কিছু লোকজনের যাতায়াত ছিল এই বাড়িতে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rahara Blast: হঠাৎই বিকট শব্দে কাঁপল চারপাশ, রহড়ায় আচমকা বিস্ফোরণ! এলাকায় তীব্র চাঞ্চল্য
Next Article
advertisement
Amartya Sen Hearing Notice: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গেল কমিশনের নোটিস
মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের বাড়িতে নোটিস দিয়ে এল কমিশন
  • অমর্ত্য সেনের বাড়িতে নির্বাচন কমিশনের দল৷

  • এসআইআর শুনানিতে হাজিরা দিতে নোটিস৷

  • অমর্ত্য সেনকে শুনানিতে ডাক, গতকালই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement