Harshal Patel : দক্ষিণ আফ্রিকাকে সরাসরি চ্যালেঞ্জ ভারতের এই ক্রিকেটারের! আজ কি সিরিজ ২-২ হবে?

Last Updated:

Harshal Patel confident of delivering his best again for India against South Africa tonight. রাহুল দ্রাবিড় বরাবর মনে করে এসেছেন টি টোয়েন্টিতে হর্ষল দলের গুরুত্বপূর্ণ সদস্য।

রাজকোটে বাভুমাদের বিরুদ্ধে কঠিন লড়াই ভারতের
রাজকোটে বাভুমাদের বিরুদ্ধে কঠিন লড়াই ভারতের
#রাজকোট: কয়েকদিন আগেই জীবনে নেমে এসেছিল বিরাট দুঃখের খবর। নিজের একমাত্র বোনকে হারাতে হয়েছিল হঠাৎ করে। তারপর হাতে সেলাই হয় চোট পেয়ে। সময়টা বড্ড কঠিন যাচ্ছিল হর্ষল প্যাটেলের। কিন্তু তার ওপর ভরসা হারায়নি টিম ম্যানেজমেন্ট। রাহুল দ্রাবিড় বরাবর মনে করে এসেছেন টি টোয়েন্টিতে হর্ষল দলের গুরুত্বপূর্ণ সদস্য। সেটাই প্রমাণ করেছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাখাপত্তনমে।
উমরান মালিকের মতো গতি তাঁর বলে নেই। তবে রয়েছে বৈচিত্র্য। আর সেটাকে হাতিয়ার করেই ভারতীয় দলে জায়গা মজবুত করতে চান হার্শল প্যাটেল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। তৃতীয় ম্যাচে বশ মানিয়েছিলেন চার প্রোটিয়া ব্যাটসম্যানকে, যা আরও আত্মবিশ্বাসী করে তুলেছে হার্শলকে।
advertisement
advertisement
শুক্রবার রাজকোটে সিরিজের চতুর্থ ম্যাচেও এই ফর্ম ধরে রাখার ব্যাপারে আশাবাদী তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলা পেসারটি জানিয়েছেন, আমি এক্সপ্রেস গতিতে বল করতে পারি না। এটা আমার দুর্বলতা। খুব বেশি হলে ঘণ্টায় ১৪০ কিমি গতিতে বল করতে পারি। তবে বোলিংয়ে বৈচিত্র্য রয়েছে।
advertisement
১৫ রকম পরিকল্পনা তৈরি থাকে আমার মাথায়। পরিস্থিতি অনুযায়ী সেগুলিকেই প্রয়োগ করার চেষ্টা করি। গত ম্যাচে এভাবেই সফল হয়েছি। আমি খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলিনি। তবে এটা বলতে পারি, আমার বোলিংয়ের রসায়ন আজও বুঝে উঠতে পারেনি প্রতিপক্ষ ব্যাটসম্যানরা।
আর তার নেপথ্যে একাধিক পরিকল্পনা। যখন যেটা প্রয়োগ করা প্রয়োজন মনে হয়, সেটা করি। কখনওই গতির উপর জোর দিই না। কারণ আমি জানি, উমরানের মতো জোরে বল করতে পারব না। তবুও আমাকে আন্তর্জাতিক সার্কিটে টিকে থাকতে হবে। সেই মতোই আমি নিজেকে তৈরির চেষ্টা করে যাচ্ছি।
advertisement
হর্ষল মনে করেন রোজ রোজ ৪ উইকেট নেওয়া সম্ভব নয়। কিন্তু যদি এই ফরম্যাটে বিপক্ষকে কম রানে আটকে রাখা যায় সেটাও একটা বড় প্রাপ্তি। তাই আজ রাজকোটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের সেরা পারফর্মেন্স আবার তুলে ধরতে চান তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Harshal Patel : দক্ষিণ আফ্রিকাকে সরাসরি চ্যালেঞ্জ ভারতের এই ক্রিকেটারের! আজ কি সিরিজ ২-২ হবে?
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement