কমেন্ট্রি বক্সে ফিরছেন হর্ষ ভোগলে

ধারাভাষ্যের মাইক হাতে ফিরে আসছেন হর্ষ ভোগলে।

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: ধারাভাষ্যের মাইক হাতে ফিরে আসছেন হর্ষ ভোগলে। শোনা যাচ্ছে আসন্ন আইপিএলেই ভোগলের মেজাজি ক্রিকেট ধারাভাষ্য আবার শোনা যাবে।

    বছরখানেক আগে হঠাৎই ভোগলেকে কমেন্ট্রি বক্স থেকে নির্বাসিত করা হয়েছিল। কেন সরানো হয়েছিল ভোগলেকে ? সরকারিভাবে কিছু বলা না হলেও ক্রিকেট সার্কিটে শোনা গিয়েছিল অন্য কারণ। ‘বিগ বি’ অমিতাভ বচ্চন ভোগলের নাম না করে টুইট করে সমালোচনা করেছিলেন। ধোনি-কোহলিরাও নাকি ভোগলেকে বিশেষ পছন্দ করছিলেন না। এরপরেই সময় নষ্ট না করে ভোগলেকে সরিয়ে দেওয়া হয়েছিল। প্রায় একবছর পর ফের নিজের পরিচিত সার্কিটে আসছেন হর্ষ।

    First published:

    Tags: Commentary Box, Commentator, Harsha Bhogle, হর্ষ ভোগলে