IND vs ENG: ব্রুকের ঝোড়ো সেঞ্চুরি! ইংল্যান্ডকে পথ দেখাচ্ছেন রুট! ওভালে চাপে ভারত

Last Updated:

IND vs ENG 5th Test: চতুর্থ দিনের প্রথম সেশনে ভারতীয় দুটি উইকেট ফেলে আশা জাগিয়েছিল। কিন্তু চাপের মধ্যে ইংল্যান্ড যে পাল্টা মারের পথে হাঁটবে তা অনেকেই ভাবেনি।

News18
News18
চতুর্থ দিনের প্রথম সেশনে ভারতীয় দুটি উইকেট ফেলে আশা জাগিয়েছিল। কিন্তু চাপের মধ্যে ইংল্যান্ড যে পাল্টা মারের পথে হাঁটবে তা অনেকেই ভাবেনি। লাঞ্চের আগে পর্যন্ত ওভাল টেস্টে জয়ের সম্ভাবনা ভারতের বেশি ছিল। কিন্তু লাঞ্চের পরের সেশন পুরো খেলার ভাগ্যই অনেকটা পাল্টা দিল। সৌজন্যে হ্যারি ব্রুকের মারকাটারি সেঞ্চুরি ও জো রুটের অনবদ্য ইনিংস। রুট ও ব্রুকের ১৯৫ রানের পার্টনাশিপে ওভাল টেস্টেরপুরোপুরি রাশ এখন ইংল্যান্ডে দিকে।
ভারতের দেওয়া ৩৭৪ রানের টার্গেট তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ৫০ রানে ১ উইকেট। ক্রিজে ছিলেন বেন ডাকেট ও অলি পোপ। চতুর্থ দিনে ঠান্ডা মাথায় ব্যাটিং শুরু করেন দুজন। রবিবার ইংল্যান্ডকে দ্বিতীয় ধাক্কা দিতে বেশ কিছু সময় অপেক্ষা করতে হয় ভারতকে। হাফ সেঞ্চুরি করার পর প্রসিদ্ধ কৃষ্ণার বলে আউট হন ডাকেট। তীয় উইকেট পড়ে অলি পোপের। মহম্মদ সিরাজের ইন সুইংয়ে পুরোপুরি পরাস্ত হন ইংল্যান্ড অধিনায়ক। ২৭ রান করে এলবিডব্লুউ আউট হন অলি পোপ। ১০৬ রানে তৃতীয় উইকেট পড়ে।
advertisement
এরপর দলের স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যান হ্যারি ব্রুক ও জো রুট। একদিকে মারকাটারি ব্যাটিং করেন ব্রুক। অন্যদিকে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঠান্ডা মাথায় ব্যাটিং করেন রুট। ব্রুকের একটি শট বাউন্ডারি লাইনে ক্যাচ ধরলেও সিরাজের পা লেগে যায় দড়িতে। জীবনদান পান তারকা ব্যাটার। সেখানেই ঘুড়ে যায় খেলার মোড়। আর কোনও সুযোগ দেননি দুই ব্যাটার। ঝোড়ো শতরান করেন ব্রুক।
advertisement
advertisement
চা বিরতির আগে ৩০১ রানে চতুর্থ উইকেট পড়ে ইংল্যান্ডের। ৯৮ বলে ১১১ রানে অনবদ্য ইনিংস খেলে আউট হন হ্যারি ব্রুক। অপরদিকে, চা বিরতির আগে নিজের শতরানের দোরগোড়ায় পৌছে গিয়েছেন রুট। ৯৮ রানে অপরাজিত রয়েছেন তিনি। চা বিরতি পর্যন্ত ইংল্যান্ডের স্কোর ৩১৭ রানে ৪ উইকেট। ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ৫৭ রান। শেষ সেশনে আর ভারতের দরকার অলৌকিক কোনও পারফরম্যান্স।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: ব্রুকের ঝোড়ো সেঞ্চুরি! ইংল্যান্ডকে পথ দেখাচ্ছেন রুট! ওভালে চাপে ভারত
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement