Mithali Raj on Harmanpreet Kaur: মহিলাদের বিশ্বকাপে ভারতের সহ-অধিনায়ক হরমনপ্রীত, জানিয়ে দিলেন মিতালি রাজ

Last Updated:

Harmanpreet Kaur will be the vice captain of Indian women cricket team. মহিলা বিশ্বকাপে ভারতের সহ-অধিনায়কের দায়িত্ব হরমনপ্রীত কউরের ওপর

মিতালি অধিনায়ক এবং হরমনপ্রীত সহ-অধিনায়ক
মিতালি অধিনায়ক এবং হরমনপ্রীত সহ-অধিনায়ক
#মুম্বই: শেষবার ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে লর্ডসের মাঠে হেরে গিয়েছিল ভারত। মহিলা ক্রিকেট দেশের জনপ্রিয় করে তুলতে বিশ্বকাপ জয় বড় রাস্তা হতে পারে। কিন্তু এত সহজ নয় ভারতীয় মহিলাদের লড়াই। নিউজিল্যান্ডে ৪ মার্চ-৩ এপ্রিল পর্যন্ত মহিলা বিশ্বকাপ খেলা হবে। ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে ৬ মার্চ পাকিস্তানের বিরুদ্ধে। এদিকে যাঁদের এবার বিশ্বকাপে অভিষেক হচ্ছে, বা দলের তরুণ খেলোয়াড়, তাঁদের সঙ্গে নিজের বিশাল অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন অধিনায়ক মিতালি রাজ।
মিতালি বলেছেন, অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রণে আমাদের টিম একেবারে ব্যালেন্সড। আমি তরুণ খেলোয়াড়দের পরামর্শ দেব, বড় মঞ্চেতারা খেলাটা উপভোগ করুক। কারণ যদি চাপ নিয়ে ফেলে ওরা, তবে সেরাটা দিতে পারবে না। তিনি এর সঙ্গেই যোগ করেছেন, ব্যাটিং বিভাগ আগের চেয়ে সংগঠিত হয়েছে। বোলিং ইউনিট কিছুটা হলেও সময় নিচ্ছে। করোনা বেড়ে যাওয়ার জন্য ভারতে আমরা কোনও শিবির করতে পারিনি। তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজটি বিশ্বকাপের প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল।
advertisement
advertisement
প্রসঙ্গত, পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের কাছে ১-৪ ব্যবধানে হেরেছে ভারত। বিশ্বকাপের আগে এই হার নিঃসন্দেহে বড় ধাক্কা টিম ইন্ডিয়ার কাছে। যদিও মিতালি মনে করেন ব্যবধান দেখে ভারতের বিশ্বকাপে সফল হওয়ার প্যারামিটার বিচার করা ঠিক হবে না। বরং ওই সিরিজের ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কোথায় কোথায় উন্নতি প্রয়োজন। স্মৃতি মন্ধনা, শেফালি ভার্মা, ইয়াশতিকা ভাটিয়ারা জানে তাদের ওপর প্রত্যাশা কতটা।
advertisement
মিতালি বলছেন এরা প্রত্যেকেই নিজেদের উজাড় করে দেবে। মহিলাদের আসন্ন ৫০ ওভারের বিশ্বকাপের জন্য ভারতের সহ-অধিনায়ক হরমনপ্রীত কউর। শনিবার এমনটাই দাবি করেছেন অধিনায়ক মিতালি রাজ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে সহ-অধিনায়কের টুপি পরেছিলেন দীপ্তি শর্মা। হরমনপ্রীত চতুর্থ ওডিআই খেলেননি। তবে শেষ ওডিআইতে যখন হরমনপ্রীত দলে প্রত্যাবর্তন করেছিলেন, তখনও দীপ্তিই সহ-অধিনায়কের দায়িত্বে ছিলেন। সেই কারণেই জল্পনা তৈরি হয়েছিল, কে হবেন ভারতের সহ-অধিনায়ক?
advertisement
শনিবার একটি ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে মিতালি বলে দেন, বিসিসিআই এবং নির্বাচকদের ইচ্ছেতেই শেষ দু’টি ওডিআই-এর জন্য দীপ্তিকে সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল। তবে হরমনপ্রীতই বিশ্বকাপের সহ-অধিনায়ক। মহিলা দলের কোচ রমেশ পাওয়ার আগেই জানিয়েছিলেন হরমানপ্রীত কউর অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ভাল পারফর্ম করেছেন।
নিউজিল্যান্ডের মাটিতে তার সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মিতালি অধিনায়ক এবং হরমনপ্রীত সহ-অধিনায়ক, মহিলা ক্রিকেট দলের পক্ষে আদর্শ কম্বিনেশন মনে করা হচ্ছে। তাছাড়া বোলিং ইউনিটে এখনও ঝুলন গোস্বামীর অভিজ্ঞতা কাজে লাগবে ভারতীয় দলের।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Mithali Raj on Harmanpreet Kaur: মহিলাদের বিশ্বকাপে ভারতের সহ-অধিনায়ক হরমনপ্রীত, জানিয়ে দিলেন মিতালি রাজ
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement