IND vs PAK: ভারতীয় ফ্যানেদের বিতর্কিত ৬-০ ভঙ্গিতে অপমান হ্যারিস রউফের! পাল্টা যা করল ভারতীয় ফ্যানেরা...দেখুন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs PAK: এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচেও চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে হেলায় হারিয়েছে ভারতীয় দল। অভিষেক শর্মা ও শুভমান গিলের ব্যাটিং দাপটের সৌজন্যে পাকিস্তানের দেওয়া ১৭২ রানের টার্গেট ৭ বল বাকি থাকতেই করে ফেলে টিম ইন্ডিয়া।
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচেও চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে হেলায় হারিয়েছে ভারতীয় দল। অভিষেক শর্মা ও শুভমান গিলের ব্যাটিং দাপটের সৌজন্যে পাকিস্তানের দেওয়া ১৭২ রানের টার্গেট ৭ বল বাকি থাকতেই করে ফেলে টিম ইন্ডিয়া। ম্যাচে ভারত ও পাকিস্তান ক্রিকেটারদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি একাধিকবার তৈরি হয়। যা খেলার উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।
ম্যাচ চলাকালীন পাকিস্তানি পেসার হারিস রউফ ভারতীয় সমর্থকদের উদ্দেশ্যে ‘৬-০’ ইশারা করে বিতর্কের জন্ম দেন। যা একাধিক ছবি ও ভিডিওতেও ধরা পড়ে। এই ইশারা পাকিস্তানের সেই ভিত্তিহীন দাবিকে ইঙ্গিত করে যে, ভারত-পাকিস্তানের সীমান্ত উত্তেজনা ও অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান নাকি ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপতিত করেছিল।
মাঠে ফিল্ডিং করার সময় রউফকে বাউন্ডারির ধারে দাঁড়িয়ে ভারতীয় ফ্যানেদের দিকে ‘৬-০’ দেখাতে দেখা যায়। সেই মুহূর্তের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং তা ঘিরে দুই দেশের ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভারতের বিপক্ষে ম্যাচে রউফ ৪ ওভার বল করে ২৬ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট নেন — সূর্যকুমার যাদবকে তিন বলের মধ্যে শূন্য রানে আউট করেন এবং সঞ্জু স্যামসনকে ১৩ রানে বোল্ড করেন।
advertisement
advertisement
ABSOLUTE DISGRACE THAT SCUMS LIKE THESE ARE ALLOWED ON A CRICKET FIELD.
PROVING TIME AND AGAIN TERRORISM IS RUNNING IN THEIR BLOOD.
FUCK YOU, HARIS MADARCHOD RAUF.
HOPE YOU, YOUR FAMILY & YOUR COUNTRY ROT IN HELL. @ICC @BCCI #INDvPAK #IndiaVsPakistan pic.twitter.com/82630qlahC
— Baby Bruno (@Shiv_rants) September 21, 2025
advertisement
তবে ম্যাচে পাকিস্তান ১৭১ রানের লক্ষ্য রক্ষা করতে ব্যর্থ হয় এবং ভারত ৬ উইকেটে জয় পায়। ম্যাচের উত্তেজনার মধ্যেই ভারতীয় সমর্থকরা হ্যারিস রউফকে ব্যঙ্গ করে ‘বিরাট কোহলি’ নাম ধরে চিৎকার করতে থাকেন। বিরাট কোহলি না থাকলেও, তবু ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তার রউফকে মারা পরপর দুটি ছক্কার কথা স্মরণ করাতে ভক্তরা এই নাম ধরে চিৎকার করেন।
advertisement
Harris rauf silent Indian crowed by 6:0 style. #PAKvIND pic.twitter.com/wK3Lzshxu0
— Dr javed (@Drjaved663) September 21, 2025
আরও পড়ুনঃ IND vs PAK: ব্যাটে জবাবের পর সোশ্যাল মিডিয়াতেও পাকিস্তানকে কটাক্ষ অভিষেক-গিলের!মুহূর্তে ভাইরাল পোস্ট
রউফ ভক্তদের চিৎকারে বিরক্ত না হয়ে, বরং হাত নেড়ে তাদের আরও জোরে চিৎকার করতে বলেন। তবে এই ‘৬-০’ ইশারাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, এমন আচরণ মাঠের খেলাধুলার স্পিরিটের পরিপন্থী এবং সেটি দুই দেশের মধ্যকার ক্রিকেটীয় সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলতে পারে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 22, 2025 10:53 AM IST

