হার্দিককেই বিশ্বকাপের সেরা অলরাউন্ডার বেছে নিলেন পোলার্ড! দিলেন বিশেষ পরামর্শ
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Hardik Pandya will be deciding factor for India at T20 World Cup in Australia. হার্দিককেই বিশ্বকাপের সেরা অলরাউন্ডার বেছে নিলেন পোলার্ড! দিলেন বিশেষ পরামর্শ
#মুম্বই: হার্দিক পান্ডিয়া যেভাবে খারাপ সময় কাটিয়ে ফিরে এসেছেন এবং জাতীয় দলে জায়গা নিশ্চিত করে ফেলেছেন, তা দেখে দারুন খুশি কিয়েরণ পোলার্ড। ক্যারিবিয়ান কিংবদন্তি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তার কাছে বাংলাদেশের সাকিব আল হাসান বা ইংল্যান্ডের বেন স্টোকস নন, এই মুহূর্তে সেরা অলরাউন্ডার ভারতের হার্দিক পান্ডিয়া।
পোলার্ড হার্দিককে খুব কাছ থেকে দেখেছেন মুম্বইয়ের হয়ে খেলার সময়। ক্যারিবিয়ান তারকা জানিয়েছেন, হার্দিক পান্ডিয়ার মতো ক্রিকেটার খুব কম আসে। সাধারণত এরকম ক্রিকেটার ১০-১৫ বছর পর একবার আসে। তাই হার্দিক স্পেশাল। পোলার্ড মনে করেন ভারতের পক্ষে আনন্দের খবর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মানসিক এবং শারীরিক দিক থেকে দারুণ জাগায় রয়েছেন হার্দিক।
advertisement
তাকে নিজের খেলা উপভোগ করতে দেওয়া উচিত ভারতীয় দলের। চাপ তৈরি করা উচিত নয়। তবেই সেরাটা বেরিয়ে আসবে। সবচেয়ে বড় কথা নিজের পূর্ণ শক্তিতে যেভাবে বল করছেন হার্দিক সেটা ভারতের বাড়তি পাওনা। মাঝের কয়েকটা ওভার চতুর্থ বোলার হিসেবে হার্দিকের স্পেল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
advertisement
Kieron pollard on hardik pandya "He is a brilliant cricketer. Cricketers like him come once in so many years. I wish him good luck for the T20 World Cup and future." #HardikPandya #kieronpollard#T20WorldCup #T20WorldCup2022
— Ankit joshi (@CrickInformer) October 8, 2022
advertisement
তাছাড়া ফিল্ডার হিসেবে হার্দিক দুর্দান্ত। সব মিলিয়ে কমপ্লিট ক্রিকেটার। বিশ্বকাপে নিজের ছন্দে থাকলে ভারতের অর্ধেক চাপ কমে যাবে বলছেন পোলার্ড। শুধু ম্যানেজমেন্টর উচিত পাশে থাকা এবং হার্দিককে সমর্থন করে যাওয়া। কারণ তিনি একজন ম্যাচ উইনার।
আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ফিনিশার। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। মানুষ হিসেবে বদলে গিয়েছেন। ভারতের বিশ্বকাপ জয় তখনই সম্ভব যখন হার্দিক পান্ডিয়া তার নিজস্ব মেজাজে থাকবেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 08, 2022 8:00 PM IST
