বিশ্বকাপে ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ ক্রিকেটার কিন্তু বিরাট বা রোহিত নন! তাহলে কে জানেন?
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
মুম্বই: ক্রিকেটে একজন উইকেট রক্ষক যে জায়গায় দাঁড়ান তার থেকে ভাল গোটা মাঠ কেউ দেখতে পান না। তাই দীনেশ কার্তিক সম্প্রতি এমন একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যা ফেলে দেওয়ার নয়। কার্তিক জানিয়েছেন তার কাছে বিশ্বকাপ ক্রিকেটে রোহিত শর্মা এবং বিরাট কোহলির থেকেও গুরুত্বপূর্ণ ক্রিকেটার বেশি মনে হচ্ছে হার্দিক পান্ডিয়াকে।
যথেষ্ট বিবেচনা করে এই বক্তব্য রেখেছেন উইকেট রক্ষক। নিঃসন্দেহে ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। তার প্রথম কারণ ২২ গজে হার্দিক দুটো স্কিল (ব্যাটিং, বোলিং) নিয়ে আসে। ক্রিকেটের অন্যতম দুটো কঠিন স্কিলকে ও ২২ গজে দক্ষতার সঙ্গে পালন করতে পারে। মিডিয়াম পেসার এবং ব্যাটিং অলরাউন্ডার আজকের দিনে পাওয়াটা খুব খুব কঠিন।
advertisement
আমাদের দলে ২-৩ জন স্পিন বোলিং অলরাউন্ডার রয়েছেন। তবে মিডিয়াম পেস বোলিং অলরাউন্ডার পাওয়াটা খুব কঠিন। অজিদের বিরুদ্ধে চেন্নাই ওয়ানডেতে যেভাবে বল করেছে হার্দিক তার থেকে বোঝা যায় বোলার হিসেবে ওকে বোঝাটা কতটা কঠিন ব্যাটারদের পক্ষে। ওই ম্যাচে নিজের প্রথম স্পেলে তিন ওভারে তিনটি উইকেট নেন তিনি।
advertisement
আরও পড়ুন -Ronaldo: অপ্রতিরোধ্য রোনাল্ডোর ফের জোড়া গোল! বিপক্ষকে হাফ ডজন গোলে উড়িয়ে দিল পর্তুগাল
কার্তিক জানিয়েছেন মিডল অর্ডারে হার্দিক খুব ভালো ব্যাট করে। বোলিংয়ে ও ঠিক উইকেটটা নিয়ে বেরিয়ে যায়। ওর বল খেলাটা খুব কঠিন হয় যখন ওর একটা স্বাভাবিক গতি থাকে। যার ফলে ওকে খেলাটা কঠিন হয়। ওকে দেখে মনে হয় যেন ও শর্ট অফ লেন্থ বল করতে চলেছে। ফলে ব্যাটাররা কিছুটা ব্যাকফুটে চলে যায়।
advertisement
🚨 He is unarguably the most important player in the Indian lineup: Dinesh Karthik lauds Hardik Pandya pic.twitter.com/m5Zftsrk2P
— MegaNews Updates (@MegaNewsUpdates) March 26, 2023
আসলে হার্দিক নিজে যেহেতু ব্যাট করতে পারেন তাই বল করার সময় একজন ব্যাটসম্যান কী চিন্তা করছেন সেটা ভেবে নিতে পারেন। আর তার বল একটু থেমে আসে। সেটাই ব্যাটসম্যানদের সমস্যা তৈরি করে। তবে আইপিএলে হার্দিক গুজরাতের অধিনায়ক হলেও তিনি যাতে চোট না পান সেদিকে খেয়াল রাখতে হবে মনে করিয়ে দিয়েছেন কার্তিক। কারণ তারপর বিশ্বকাপ। যদিও হার্দিক নিজে মাঝখানে হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলবেন না।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 27, 2023 12:29 PM IST