Ronaldo: অপ্রতিরোধ্য রোনাল্ডোর ফের জোড়া গোল! বিপক্ষকে হাফ ডজন গোলে উড়িয়ে দিল পর্তুগাল
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
পর্তুগাল - ৬
লুক্সেমবার্গ - ০
লিসবন: চ্যাম্পিয়নরা আসলে এরকম হন। পৃথিবী তাদের মুছে দিতে চাইলেও তারা বারবার ফিরে আসেন। আসলে চ্যাম্পিয়নদের ইগো বড় সাংঘাতিক। সেটা বারবার প্রমাণ করে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পর্তুগালের বিদায়ের পর ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ দেখে ফেলেছিলেন অনেকে। তাঁর অবসর ঘোষণা না করা নিয়েও হাসাহাসি কম হয়নি। কিন্তু মানুষটা যে সহজে হাল ছাড়ার পাত্র নন! হারার আগে রাজি নন হারতেও।
advertisement
কঠিন সময়টা এবার ঠিকই জয় করে দেখালেন রোনালদো। পর্তুগালের রাজা দেশের জার্সিতেই ফিরেছেন বীরের মতো। টানা দুই ম্যাচে জোড়া গোল করে রোনালদো বুঝিয়ে দিয়েছেন তিনি এখনো ফুরিয়ে যাননি। আগের ম্যাচে লিখটেনস্টেইনের বিপক্ষে করেছিলেন জোড়া গোল, এবার করলেন লুক্সেমবার্গের বিপক্ষে।
advertisement
আর রোনালদোর দাপট দেখানোর রাতে পর্তুগালও পেয়েছে ৬-০ গোলের বিশাল এক জয়। ইউরো বাছাইপর্বের ম্যাচে শুরু থেকেই উজ্জ্বীবিত পর্তুগাল। প্রথম মিনিট থেকেই আক্রমণে চোখ রাখে তারা। যার ফল পেতে সময় লাগে মাত্র ৯ মিনিট। ডি-বক্সের ভেতর নুনু মেন্দেসের কাছ থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন রোনালদো।
advertisement
2 jogos, 2 vitórias! Objetivo cumprido. Feliz por ter contribuído para este início muito positivo da nossa seleção. Vamos!💪🏼🇵🇹 pic.twitter.com/mLmlAVGFiU
— Cristiano Ronaldo (@Cristiano) March 26, 2023
এটি ছিল আন্তর্জাতিক ক্যারিয়ারে রোনালদোর ১২১তম গোল। এই গোলের পর দুটি ট্রেডমার্ক উদ্যাপনকে একইসঙ্গে মিলিয়ে দিয়েও দর্শকদের আনন্দ দেন পর্তুগিজ মহাতারকা। ১৫ মিনিটে জোয়াও ফেলিক্সের দুর্দান্ত এক হেডে ব্যবধান ২-০ করে পর্তুগাল। ৩ মিনিট পর অবশ্য স্কোরশিটে নাম লেখান সিলভা নিজেই।
advertisement
৩১ মিনিটে ফের দেখা মিলে রোনালদো জাদুর। বল নিয়ন্ত্রণে নিয়ে কাছের পোস্ট দিয়ে গোল করেন রোনালদো। পর্তুগালের জার্সিতে নিজের ১২২তম গোল করেন। ৭৭ মিনিটে তাদের এনে দেয় ম্যাচের ৫ম গোলও। রাফায়েল লেয়াওয়ের সহায়তায় গোল করেন অক্তাবিও।
৮৮ মিনিটে ৬ষ্ঠবারের মতো বল জালে জড়ান আগের গোলের সহায়তাকারী লেয়াও নিজেই। পর্তুগালের নতুন কোচ মার্টিনেজ জানিয়ে দিয়েছেন তার দলে রোনাল্ডোর গুরুত্ব অপরিসীম। আগামী দিনেও থাকবে। রোনাল্ডোর মতো নেতা সহজে পাওয়া যায় না।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 27, 2023 11:45 AM IST