শ্রীলঙ্কা সিরিজে ভারতের অধিনায়ক হার্দিক, ডেপুটি সূর্য কুমার! দলে এলেন মুকেশ
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Hardik Pandya has been selected as Indian captain and Surya Kumar vice captain against Sri Lanka. শ্রীলঙ্কা সিরিজে ভারতের অধিনায়ক হার্দিক, ডেপুটি সূর্য কুমার! এলেন মুকেশ
#মুম্বই: বাংলাদেশে গিয়ে একদিনের সিরিজ হারতে হয়েছিল। সেটা খুব একটা ভাল চোখে নেননি নির্বাচকরা। এবার অবশ্য আভাসটা আগেই মিলেছিল। মঙ্গলবার আসন্ন শ্রীলঙ্কা সিরিজে ভারতীয় টি-২০ দলের অধিনায়ক নির্বাচিত হলেন হার্দিক পান্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে আঙুলে চোট পেয়েছিলেন রোহিত শর্মা।
তাঁর জায়গায় টেস্টে দলকে নেতৃত্ব দেন লোকেশ রাহুল। তবে ব্যাট হাতে একেবারেই ছন্দে ছিলেন না তিনি। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে দলে জায়গা পাননি এই ডানহাতি ওপেনার। খারাপ ফর্মের জন্য বাদ পড়েছেন ঋষভ পন্থও। হার্দিককে অধিনায়ক করার মধ্যে দিয়ে নির্বাচকরা বুঝিয়ে দিয়েছেন, তাঁরা সামনের দিকে তাকাতে চান।
আরও পড়ুন - ধোনির মেয়ের জন্য অটোগ্রাফ করা জার্সি পাঠালেন লিও মেসি! আনন্দে পাগল জিভা
তাই টি-২০ ক্রিকেটে সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে সূর্যকুমার যাদবকে। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকে। তবে একদিনের সিরিজে নেতৃত্বে থাকছেন রোহিত শর্মাই। বর্তমানে তিনি রিহ্যাবে রয়েছেন। তাঁর ডেপুটির দায়িত্ব সামলাবেন হার্দিক।
advertisement
advertisement
#TeamIndia squad for three-match T20I series against Sri Lanka.#INDvSL @mastercardindia pic.twitter.com/iXNqsMkL0Q
— BCCI (@BCCI) December 27, 2022
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের জেরে আইপিএলে বিপুল দর পেয়েছিলেন বাংলার মুকেশ কুমার। এবার টি-২০ স্কোয়াডেও জায়গা করে নিলেন তিনি। একদিনের সিরিজে দলে ফিরেছেন মহম্মদ সামি। পাশাপাশি দুই ফরম্যাটেই দলে জায়গা ধরে রেখেছেন উমরান মালিক।
advertisement
ঘোষিত টি-২০ দল: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ঈশান কিষান, রুতুরাজ গায়কোয়াড, শুভমন গিল, সূর্যকুমার যাদব, দীপক হুদা, রাহুল ত্রিপাঠি, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, হার্শল প্যাটেল, উমরান মালিক, শিবম মাভি, মুকেশ কুমার।
ঘোষিত একদিনের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, ইশান কিষান, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজব্দ্রে চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, অর্শদীপ সিং।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 28, 2022 12:08 PM IST