তাহলে কি এই সুন্দরী মডেলের প্রেমে মজেছেন হার্দিক? এদিকে জল্পনার মাঝেই ভালবাসা আর বিশ্বাস নিয়ে রহস্যজনক পোস্ট করলেন প্রাক্তন স্ত্রী নাতাশা!
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Natasa Stankovic: নাতাশার সাম্প্রতিক পোস্ট থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে, এখনও নিজের জীবনে প্রেম খুঁজে পাননি অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি ভাগ করে নিয়েছেন নাতাশা। তাতে তিনি ভালবাসা আর বিশ্বাস প্রসঙ্গে কথা বলেছেন।
বর্তমানে ভারতীয় ক্রিকেট তারকা হার্দিক পান্ডিয়ার সঙ্গে নাম জড়িয়েছে জ্যাসমিন ওয়ালিয়ার। তাঁদের প্রেমের গুঞ্জন সর্বত্রই ছড়িয়ে পড়েছে। এদিকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাই স্টেডিয়ামে ম্যাচ উপভোগ করতে দেখা গিয়েছে জ্যাসমিনকে। আর তারপর থেকেই জল্পনা আরও তীব্র হয়ে গিয়েছে যে, প্রাক্তন স্ত্রী নাতাশা স্টানকোভিচের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে নিজের জীবনে এগিয়ে গিয়েছেন হার্দিক। তবে নাতাশার সাম্প্রতিক পোস্ট থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে, এখনও নিজের জীবনে প্রেম খুঁজে পাননি অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি ভাগ করে নিয়েছেন নাতাশা। তাতে তিনি ভালবাসা আর বিশ্বাস প্রসঙ্গে কথা বলেছেন। তাঁর রহস্যময় এই পোস্ট ভক্তদের মনে উদ্বেগের জন্ম দিয়েছে।
আসলে ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের একটি ছবি ভাগ করে নিয়ে নাতাশা লিখেছেন যে, “আপনার কাছে কিংবা একজন ব্যক্তি হিসেবে শয়তানকে মিথ্যা বলতে দেবেন না। তাঁকে আপনার মূল্য এবং মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলতে দেবেন না। আপনি একজন দুর্দান্ত মানুষ, যাঁকে একটা উদ্দেশ্য নিয়ে ঈশ্বর পৃথিবীতে পাঠিয়েছেন। তাঁকে বিশ্বাস করুন এবং জেনে রাখুন যে, ঈশ্বর আপনাকে ভালবাসেন। ঈশ্বর কখনও আপনাকে ছেড়ে যাবে না। বিশ্বাস নিয়ে হাঁটতে থাকুন। আর ভালবাসা এবং আশার কথা বলতে ভুললে চলবে না। শয়তান আপনাকে স্পর্শও করতে পারবেন না। দিনটা আপনার ভাল কাটুক।”
advertisement
advertisement
গত বছর আলাদা হয়েছিলেন এই তারকা দম্পতি:
ক্রিকেটার স্বামী হার্দিক পান্ডিয়ার থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নাতাশা। তাঁর এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসে প্রায় ১ বছর পরে। ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন হার্দিক আর নাতাশা। সেই বিয়ের আসরে উপস্থিত হয়েছিলেন এই দম্পতির পরিবারের সদস্যরাই। এরপর ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে হিন্দু এবং খ্রিস্টান রীতি মেনে আরও একবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন নাতাশা আর হার্দিক। কিন্তু গত বছরেই তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।
advertisement

পুত্রের সঙ্গে সার্বিয়া পাড়ি অভিনেত্রীর:
প্রাক্তন স্বামী হার্দিক পান্ডিয়ার সঙ্গে সংসার ভাঙার পরের জীবন নিয়ে গত বছরের নভেম্বর মাসেই মুখ খুলেছিলেন নাতাশা স্টানকোভিচ। ETimes-এর কাছে এই অভিনেত্রী জানিয়েছিলেন যে, পুত্রসন্তানের কারণে হার্দিক পান্ডিয়া এখনও তাঁর পরিবার। নাতাশার কথায়, ‘‘আমরা অর্থাৎ আমি আর হার্দিক এখনও পরিবার। আমাদের একটা সন্তান রয়েছে। আর সেই সন্তানটি আমাদের সব সময় পরিবার হিসেবে বেঁধে রেখেছে। আর আমি এটা করিনি, কারণ বাবা-মা দু’জনকেই একসঙ্গে পাওয়ার অধিকার রয়েছে অগস্ত্যর। প্রায় ১০ বছর ধরে আমি ভারতে রয়েছি। আর প্রত্যেক বছর একই সময়ে আমি সার্বিয়া যাই।’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 19, 2025 7:17 PM IST