RG Kar Doctor Murder Case: আরজি কর কাণ্ডে সরব এবার হরভজন সিং, বাংলার সরকার ও সিবিআইকে দিলেন খোলা চিঠি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
RG Kar Doctor Murder Case: আপজি কর কাণ্ডে মিডিয়াতে সরব হচ্ছেন বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামা ব্যক্তিত্বরা. এবার আরদি কাণ্ডে বিচারের দাবিতে সরব হলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার হরভজন সিং।
আরজি কর কাণ্ড ঘিরে উত্তাল গোটা দেশ। মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদ ও আন্দোলনের আঁচ ক্রমশ বেড়েই চলেছে। সোশ্যাল মিডিয়াতে সরব হচ্ছেন বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামা ব্যক্তিত্বরা. এবার আরদি কাণ্ডে বিচারের দাবিতে সরব হলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার হরভজন সিং।
ঘটনার নিন্দা করার পাশাপাশি দ্রুত বিচারের আর্জি জানিয়েছেন হরভজন সিং। সাত দিনের বেশি সময় অতিক্রান্ত হলেও কেন এখনও বিচার হল না তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারকা অফ স্পিনার। আরজি কর কাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গ সরকার এবং সিবিআইকে চিঠি লিখেছেন ভাজ্জি। দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করার দাবি জানিয়েছেন আপ সাংসদ।
নিজের ইনস্টাগ্রামে খোলা চিঠিতে হরভজন সিং লিখেছেন,”মেডিক্যাল কলেজের মত জায়গায় যেখানে মানুষের প্রাণ বাঁচানো হয়, সেখানে কেন নিরাপদ থাকবেন না একজন মহিলা ডাক্তার। প্রশাসন কেন তাদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারল না? পরিস্থিতি এমন হলে কীভাবে ডাক্তাররা সাধারণ মানুষের প্রাণ বাঁচাবেন? ঘটনার দ্রুত বিচার চাই।”
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, শুধু হরভজন সিং নয়। আরজি করের ঘটনা নিয়ে সরব হয়েছেন জশপ্রীত বুমরাহ, ঋদ্ধিমান সাহা, মহম্মদ সিরাজ সহ একাধিক বর্তমান ও প্রাক্তন ক্রীড়া ব্যক্তিত্বরা। সকলের একটাই দাবি। দ্রুত বিচার হোক আরজি কর কাণ্ডের। কঠোরতম শাস্তি পাক ঘটনায় মূল দোষী বা দোষীরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 18, 2024 8:14 PM IST