#ক্যালিফোর্নিয়া: কোপা আমেরিকায় হার দিয়ে শুরু হাইতির। পেরুর বিরুদ্ধে প্রথম ম্যাচে ১-০ গোলে হারল সনি নর্ডির দেশ। তবে এই ম্যাচে প্রথম একাদশে জায়গা হয়নি মোহনবাগানে খেলে যাওয়া হাইতিয়ান তারকা সনি নর্ডির। একইসঙ্গে সুযোগ পাননি মোহনবাগানের প্রাক্তন জুদেলিম আভেস্কাও। ম্যাচের ৬১ মিনিটে গুয়েরেরোর গোলে জয় পায় পেরু।
এদিন আরও একটা ম্যাচ ছিল কোপায় ৷ সেই ম্যাচ অবশ্য গোলশূন্য ড্র হল ৷ কেলর নাভাস নেই, তবু কোস্টারিকার বিরুদ্ধে ফায়দা তুলতে পারল না প্যারাগুয়ে। কোপা আমেরিকায় ড্র দিয়ে অভিযান শুরু করল এই দু’দল। ২০১০ সালে বিশ্বকাপে কোস্টারিকা কোয়ার্টার ফাইনালে উঠলেও, শতবর্ষের কোপা আমেরিকায় প্রথম ম্যাচে দাগ কাটতে ব্যর্থ অস্কার র্যামিরেজের দল। দেখুন এদিনের ম্যাচের কিছু ঝলক ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Copa America, Copa américa 2016, Copa américa centenario 2016, Copa centenario 2016 equipos, Copa cup 2016, Haiti, Peru