Dipa Karmakar: স্বাধীনতা দিবসে বোমা ফাটালেন দীপা কর্মকার, এশিয়ান গেমস থেকে বাদ পড়ে সাই ও ক্রীড়ামন্ত্রকের ভূমিকা নিয়ে তুললেন প্রশ্ন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Dipa Karmakar: স্বাধীনতা দিবসে বোমা ফাঁটালেন জিমন্যাস্ট দীপা কর্মকার। কেন তাঁকে নিয়মের জাঁতাকল দেখিয়ে এশিয়ান গেমসের দলে রাখা হয়নি তা নিয়ে প্রশ্ন তুললেন। এমন কী কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের প্রতিও নিজের অভিমানের কথা জানিয়েছেন দীপা।
কলকাতা: স্বাধীনতা দিবসে বোমা ফাটালেন জিমন্যাস্ট দীপা কর্মকার। কেন তাঁকে নিয়মের জাঁতাকল দেখিয়ে এশিয়ান গেমসের দলে রাখা হয়নি তা নিয়ে প্রশ্ন তুললেন। এমন কী কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের প্রতিও নিজের অভিমানের কথা জানিয়েছেন দীপা। জাতীয় ট্রায়ালে শীর্ষ স্থান পাওয়া ও যোগ্যতা অর্জনের মাপকাঠি স্পর্শ করার পরেও এশিয়ান গেমসের দল থেকে কেন তাকে বাদ দেওয়া হল এর কোনও সদুত্তর কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ও স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কাছে না পেয়ে তাঁর মনোবল ভেঙে গিয়েছে বলেও জানিয়েছেন দীপা কর্মকার।
এই বিষয়ে স্বাধীনতা দিবসে একাধিক ট্যুইট করেছেন দীপা কর্মকার। তিনি লিখেছেন,”এই স্বাধীনতা দিবসে আমি আমার বাকস্বাধীনতা ব্যবহার করছি সাম্প্রতিক ঘটনাগুলি নিয়ে আলোচনা করার জন্য। যা অত্যন্ত হতাশাজনক এবং মনোবল ভেঙে দেওয়ার মত। এশিয়ান এমন একটি ইভেন্ট যা আমি গত দুই বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম।” এরপর আরেকটি ট্যুইটে দীপা লেখেন,”আমি অবাক হয়ে দেখলাম যে, জাতীয় ট্রায়ালে শীর্ষ স্থান পাওয়া ও যোগ্যতা অর্জনের মাপকাঠি স্পর্শ করার পরেও আমি অংশগ্রহণ করা থেকে বঞ্চিতই থাকব। এই সিদ্ধান্তের কারণ আমার কাছে অজানা। আমাকে আনুষ্ঠানিকভাবে কিছু বলাও হয়নি।”
advertisement
On this #IndependenceDay, I am using my freedom of speech to discuss recent events that have proven to be very demotivating and discouraging.
The #AsianGames2023, an event I have eagerly anticipated for the past two years, looks further than it is. (1/N)— Dipa Karmakar (@DipaKarmakar) August 15, 2023
advertisement
advertisement
দীপা কর্মকারকে এশিয়ান গেমসের দলে না রাখার জন্য যে কারণ বা নিয়ম বলা হয়েছে তা নিতে পারেননি ২০১৬ রিও অলিম্পিক্সে পোল ভল্টে চতুর্থ স্থানাধিকারী। কারণ শেষ ১২ মাসে র্যাঙ্কিংয়ের বিচারে দেশের সেরা ৮ জিমন্যাস্ট এশিয়ান গেমসে যাবে। যদিও ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় ২ বছর নির্বাসিত ছিলেন দীপা তাই তাঁর পক্ষে কোনও ভাবেই র্যাঙ্কিংয়ের উন্নতি করা সম্ভব ছিল না। শুধু দীপা কর্মকার নয়, এর আগে দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী ছাত্রী এশিয়ান গেমসে সুযোগ না পাওয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 15, 2023 7:24 PM IST