Jos Buttler vs Rashid Khan : আইপিএল ফাইনালে আজ `খুনে' বাটলারকে থামাতে গুজরাতের সেরা বাজি রশিদ খান
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Gujarat Titans banking on leg spinner Rashid Khan to contain Jos Buttler. আইপিএল ফাইনালে আজ `খুনে' বাটলারকে থামাতে গুজরাতের সেরা বাজি রশিদ খান
#আমেদাবাদ: কলকাতার ইডেন গার্ডেন্সে কয়েকদিন আগে আইপিএলের প্রথম কোয়ালিফায়ার খেলায় রাজস্থান রয়্যালস হেরে গিয়েছিল গুজরাতের কাছে। সেভাবে কেউ বড় রান না পেলেও দেখিয়ে দিয়েছিলেন জস বাটলার। ক্রিকেটের নন্দনকানন দেখেছিল তার অনবদ্য ব্যাটিং। ৮৯ রানের ইনিংস লড়াইয়ের জায়গায় পৌঁছে দিয়েছিল রাজস্থানকে। কিন্তু বোলিং ব্যর্থতার জন্য সেদিন জয় আসেনি রাজস্থানের।
#MatchdayMood 💙💗 Alexa, play "Final Countdown" 🎵 #SeasonOfFirsts #AavaDe #GTvRR pic.twitter.com/j3tI58i0rG
— Gujarat Titans (@gujarat_titans) May 29, 2022
আজ কয়েকটা দিন পর আবার সেই ম্যাচ। দুই প্রতিবেশী রাজ্য মুখোমুখি আইপিএল ফাইনালে। ক্রিকেটার এবং পণ্ডিতদের অনুসারে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে কিছুটা হলেও এগিয়ে হার্দিক পান্ডিয়ার গুজরাত। কিন্তু রাজস্থান দলে রয়েছেন জস বাটলার। এবারের আইপিএলে যিনি সর্বোচ্চ স্কোরার। ৮০০ র বেশি রান করে বসে আছেন।
advertisement
advertisement
বিরাট কোহলির আরসিবিকে একাই শেষ করে দিয়েছিলেন শেষ ম্যাচে। আধুনিক সাদা বলের ক্রিকেট পৃথিবীর অন্যতম ধ্বংসাত্মক ব্যাটসম্যান এই বাটলার। কাজ থাকে আটকাতে মরিয়া থাকবে গুজরাত সেটা জানা কথা। আমেদাবাদে ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে চ্যাম্পিয়ন হতে মরিয়া হার্দিক পান্ডিয়ার দল। জস বাটলারকে তাড়াতাড়ি আউট করতে না পারলে সেই সম্ভাবনা ধাক্কা খেতে পারে।
advertisement
তাই গুজরাত শিবিরে এই নিয়ে আলোচনা তুঙ্গে। ইংরেজ ব্যাটসম্যান বাটলার রুদ্র মূর্তি ধারণ করলে হার্দিক পান্ডিয়ার গুজরাত দিশেহারা হয়ে পড়বে। তাকে থামানোর সেরা বাজি হতে পারেন রশিদ খান। আফগান লেগ স্পিনার জানেন বাটলার কোথায় দুর্বল। ফাস্ট বোলিং তিনি যতটা উপভোগ করেন, স্পিন ততটা নয়।
তাই আজ বাটলারকে আউট করতে প্রথমেই রশিদ খানের হাতি বল তুলে দিলে আশ্চর্য হওয়ার কিছু নেই। ফ্লাইট এবং লুপে তাকে বোকা বানানোর ফাঁদ পাতবেন রশিদ। কিন্তু যদি ভাগ্যের সহায়তা পান বাটলার তাহলে গুজরাতের যাবতীয় প্ল্যানিং ভেস্তে যেতে পারে।
advertisement
একবার ছন্দ পেয়ে গেলে তাকে আটকানো মুশকিল। তাই আজ ক্রিকেট প্রেমীদের জন্য বাটলার বনাম রশিদ লড়াইটা উত্তেজনাপূর্ণ হতে চলেছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 29, 2022 12:05 PM IST