হেরেও গুজরাত অধিনায়ক রায়না যা করলেন, তা সকলেই মনে রাখবেন
Last Updated:
গুজরাত লায়ন্স: ২০৮/ ৭ ( ২০ ওভার), দিল্লি ডেয়ারডেভিলস: ২১৪/ ৩ ( ১৭.৩ ওভার)
গুজরাত লায়ন্স: ২০৮/ ৭ ( ২০ ওভার)
দিল্লি ডেয়ারডেভিলস: ২১৪/ ৩ ( ১৭.৩ ওভার)
১৫ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয়ী দিল্লি
advertisement
#নয়াদিল্লি: এবারের আইপিএলে বিরাট কোহলির আরসিবি-র পাশাপাশি সবচেয়ে খারাপ অবস্থা চলছে দিল্লি ডেয়াকডেভিলসেরও ৷ পরপর ম্যাচ হেরে এখন প্লে অফে ওঠার দৌড়ে প্রায় নেই বললেই চলে জাহির খানের দল ৷ টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো জিতে নিজেদের সম্মান কিছুটা পুনরুদ্ধার করাই এখন লক্ষ্য দিল্লির ৷ বৃহস্পতিবার ঘরের মাঠে সেই কাজটা করতে সফল তারা ৷ ২০৯ রানের বিশাল স্কোর তাড়া করতে নেমে ১৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতল ডেয়ারডেভিলসরা ৷ সৌজন্যে অবশ্যই উইকেটরক্ষক ঋষভ পন্থ (৯৭)-এর দুরন্ত ব্যাটিং ৷
advertisement
কিন্তু ম্যাচ হেরেও গুজরাত লায়ন্স অধিনায়ক সুরেশ রায়নার একটা আচরণ চিরকাল মনে রাখবেন সকলেই ৷ মাত্র তিন রানের জন্য শতরান মিস করে যেন বিশ্বাসই হচ্ছিল না ঋষভের ৷ আউট হওয়ার পর চরম হতাশায় ক্রিজেই দাঁড়িয়েছিলেন তিনি ৷ মাত্র কয়েকদিন আগেই বাবাকে হারিয়েছেন, তাই এই সেঞ্চুরি বাবাকেই উৎসর্গ করতে চেয়েছিলেন ৷ কিন্তু সেটা শেষপর্যন্ত সম্ভব হল না মাত্র তিন রানের জন্য ৷ হতাশায় প্যাভিলিয়ান ফেরত যেতেই যেন পারছিলেন না দিল্লির উইকেটকিপার ৷ তখনই এগিয়ে আসেন বিপক্ষ দলের অধিনায়ক সুরেশ রায়না। ঋষভের কাছে গিয়ে পরম স্নেহে তাঁকে সান্ত্বনা দেন রায়না। ক্রিকেট যে কতটা নিষ্ঠুর, সেটাই ঋষভকে বোঝান তিনি ৷ তারপরেই ধীরে ধীরে ক্রিজ ছাড়েন ঋষভ ৷ মাঠের মধ্যে রায়নার এই সৌজন্যতা দেখে মুগ্ধ সকলেই ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 05, 2017 11:46 AM IST