হেরেও গুজরাত অধিনায়ক রায়না যা করলেন, তা সকলেই মনে রাখবেন

Last Updated:

গুজরাত লায়ন্স: ২০৮/ ৭ ( ২০ ওভার), দিল্লি ডেয়ারডেভিলস: ২১৪/ ৩ ( ১৭.৩ ওভার)

গুজরাত লায়ন্স: ২০৮/ ৭ ( ২০ ওভার)
দিল্লি ডেয়ারডেভিলস: ২১৪/ ৩ ( ১৭.৩ ওভার)
১৫ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয়ী দিল্লি
advertisement
#নয়াদিল্লি: এবারের আইপিএলে বিরাট কোহলির আরসিবি-র পাশাপাশি সবচেয়ে খারাপ অবস্থা চলছে দিল্লি ডেয়াকডেভিলসেরও ৷ পরপর ম্যাচ হেরে এখন প্লে অফে ওঠার দৌড়ে প্রায় নেই বললেই চলে জাহির খানের দল ৷ টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো জিতে নিজেদের সম্মান কিছুটা পুনরুদ্ধার করাই এখন লক্ষ্য দিল্লির ৷ বৃহস্পতিবার ঘরের মাঠে সেই কাজটা করতে সফল তারা ৷ ২০৯ রানের বিশাল স্কোর তাড়া করতে নেমে ১৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতল ডেয়ারডেভিলসরা ৷ সৌজন্যে অবশ্যই উইকেটরক্ষক ঋষভ পন্থ (৯৭)-এর দুরন্ত ব্যাটিং ৷
advertisement
কিন্তু ম্যাচ হেরেও গুজরাত লায়ন্স অধিনায়ক সুরেশ রায়নার একটা আচরণ চিরকাল মনে রাখবেন সকলেই ৷  মাত্র তিন রানের জন্য শতরান মিস করে যেন বিশ্বাসই হচ্ছিল না ঋষভের ৷ আউট হওয়ার পর চরম হতাশায় ক্রিজেই দাঁড়িয়েছিলেন তিনি ৷ মাত্র কয়েকদিন আগেই বাবাকে হারিয়েছেন, তাই এই সেঞ্চুরি বাবাকেই উৎসর্গ করতে চেয়েছিলেন ৷ কিন্তু সেটা শেষপর্যন্ত সম্ভব হল না মাত্র তিন রানের জন্য ৷ হতাশায় প্যাভিলিয়ান ফেরত যেতেই যেন পারছিলেন না দিল্লির উইকেটকিপার ৷ তখনই এগিয়ে আসেন বিপক্ষ দলের অধিনায়ক সুরেশ রায়না। ঋষভের কাছে গিয়ে পরম স্নেহে তাঁকে সান্ত্বনা দেন রায়না। ক্রিকেট যে কতটা নিষ্ঠুর, সেটাই ঋষভকে বোঝান তিনি ৷ তারপরেই ধীরে ধীরে ক্রিজ ছাড়েন ঋষভ ৷ মাঠের মধ্যে রায়নার এই সৌজন্যতা দেখে মুগ্ধ সকলেই ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
হেরেও গুজরাত অধিনায়ক রায়না যা করলেন, তা সকলেই মনে রাখবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement