গুজরাত লায়ন্সের হোম গ্রাউন্ড এবার কানপুর
Last Updated:
নবম আইপিএলের মাঝপথেই নিজেদের হোম গ্রাউন্ড বদলানোর সিদ্ধান্ত নিল গুজরাত লায়ন্স ৷ চলতি টুর্নামেন্টে রায়নারা তাঁদের বাকি হোম ম্যাচগুলি খেলবে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ৷
#কানপুর: নবম আইপিএলের মাঝপথেই নিজেদের হোম গ্রাউন্ড বদলানোর সিদ্ধান্ত নিল গুজরাত লায়ন্স ৷ চলতি টুর্নামেন্টে রায়নারা তাঁদের বাকি হোম ম্যাচগুলি খেলবে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ৷ তবে দু’টোর বেশি ম্যাচ এই মাঠে খেলা হবে না কমলা জার্সিদের ৷ আগামী ১৯ মে কলকাতা নাইট রাইডার্স এবং ২১ মে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কানপুরে তাঁদের বাকি হোম ম্যাচ দুটি খেলবেন রায়নারা ৷ গুজরাত লায়ন্সের মালিক এবং ইন্টেক্স টেকনোলজির ডিরেক্টর কেশব বনসল জানান, ‘‘ রাজকোটের গুজরাত লায়ন্সের ফ্যানরাই আমাদের দলের বড় শক্তি ৷ এই ক’দিন গুজরাতের মানুষের কাছে যা সমর্থন পেয়েছি ৷ তাতে আমরা অভিভূত ৷ কিন্তু এবার সময় উত্তর প্রদেশে আইপিএল ম্যাচ আয়োজন করার ৷ আমরা একইরকম দর্শকদের ভালোবাসা ওখানেও পাওয়ার ব্যাপারে আশাবাদী ৷’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 08, 2016 11:17 AM IST