#মুম্বই: মুম্বইয়ের ক্রিকেটার সিদ্ধার্থ মোহিতে (Siddharth Mohite) সবচেয়ে বেশি সময় ধরে ক্রিকেটে ক্রিজে টিকে থাকার রেকর্ড করে ফেললেন৷ আর এরই জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে (guinness world records) নাম তুলে ফেললেন তিনি৷ তিনি মোট ৭২ ঘণ্টা ৫ মিনিটে ক্রিজে ছিলেন৷ তবে তিনি এখন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম সরকারি ভাবে দেখার অপেক্ষা করছেন৷ মাত্র ১৯ বছরের মোহিতে গত সপ্তাহের শেষে ৭২ ঘণ্টা ৫ মিনিট ধরে ব্যাটিং করেন৷ এর আগে এই রেকর্ড ছিল পুণের বিরাগ মারের দখলে৷ তিনি ২০১৫ সালে ৫০ ঘণ্টা ব্যাটিং করেছিলেন৷ সেই রেকর্ডকে পিছনে ফেলে দিলেন সিদ্ধার্থ মোহিতে (Siddharth Mohite)৷
মারে বোলার আর বোলিং মেশিন দুজনের বিরুদ্ধেই ব্যাট করেছিলেন৷ সিদ্ধার্থ শুধু বোলারদের মুখোমুখি হয়েছেন৷ মোহিতে বিবৃতি জারি করে বলেছেন, ‘‘আমি খুব খুশি আমি যেটা চেষ্টা করেছিলাম তা সফল হয়েছে৷ এটা একটা পদ্ধতি যেখানে আমি লোককে দেখাতে চাই আমি সকলের থেকে আলাদা কিছু করতে চাই৷ ’’
আরও পড়ুন - Rohit Sharma Car: নতুন অধিনায়ক রোহিত শর্মা- তাঁর নতুন ল্যাম্বোরগিনি গাড়ি , দাম শুনলে ঘুরবে মাথা
গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে (guinness world records) পাঠানো হয়েছে ব্যাটিংয়ের রেকর্ডিং
মোহিত তাঁর প্রচেষ্টায় তাঁর কোচ জ্বালা সিংও তাঁকে এই বিষয়ে তাঁকে সাহায্য করেছেন৷ প্রত্যেকেই তাঁকে মানা করছে৷ এরপর তিনি জ্বালা স্যারের সঙ্গে যোগাযোগ করেন৷ তিনি বলেছিলেন নিশ্চয়, কেন করবে না৷ তিনি আমাদের পুরো সমর্থণ করেছিলেন৷ তিনি মোহিত নিজের কোচ সম্পর্কে আরও বলেছেন যে যখন তাঁর যে জিনিসটা দরকার পড়েছে তা তিনি করিয়ে দিতেন৷
আরও পড়ুন - IPL 2022: ম্যাচ, দল, ফুল স্কোয়াড, তারিখ, ভেন্যু, লাইভ স্ট্রিমিং সব তথ্য এক ক্লিকে
বোলারদের গ্রুপ মোহিতের সহযোগিতায় প্রচুর পরিশ্রম করেছেন৷ তাঁর এই পুরো সেশনের সময়ে তাঁর সঙ্গে ছিলেন৷ নিয়ম অনুযায়ি ব্যাটসম্যানরা প্রতি এক ঘণ্টায় পাঁচ মিনিটের বিরতি নিতে পারেন৷ মোহিতের রেকর্ডিং আর তার সম্পর্কিত কাগজপত্র গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে (guinness world records) পাঠিয়ে দিয়েছেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cricket, Guinness Book of World Records, Guinness World Records