Guiness World Records: এক-দু ঘণ্টা নয়, টানা ৭২ ঘণ্টা-র বেশি ক্রিজে নয়া নজির মুম্বইয়ের ক্রিকেটারের, চিনে নিন

Last Updated:

Guiness World Records: ২০১৫ সালে ৫০ ঘণ্টা ব্যাটিং করেছিলেন৷ সেই রেকর্ডকে পিছনে ফেলে দিলেন সিদ্ধার্থ মোহিতে (Siddharth Mohite)৷

mumbai player siddharth mohite set record with marathon 72 hour net session sent document guinness world records- Photo - News 18
mumbai player siddharth mohite set record with marathon 72 hour net session sent document guinness world records- Photo - News 18
#মুম্বই: মুম্বইয়ের ক্রিকেটার সিদ্ধার্থ মোহিতে (Siddharth Mohite)  সবচেয়ে বেশি সময় ধরে ক্রিকেটে ক্রিজে টিকে থাকার রেকর্ড করে ফেললেন৷ আর এরই জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে (guinness world records)  নাম তুলে ফেললেন তিনি৷ তিনি মোট ৭২ ঘণ্টা ৫ মিনিটে ক্রিজে ছিলেন৷ তবে তিনি এখন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম সরকারি ভাবে দেখার অপেক্ষা করছেন৷ মাত্র ১৯ বছরের মোহিতে গত সপ্তাহের শেষে ৭২ ঘণ্টা ৫ মিনিট ধরে ব্যাটিং করেন৷ এর আগে এই রেকর্ড ছিল পুণের বিরাগ মারের দখলে৷ তিনি ২০১৫ সালে ৫০ ঘণ্টা ব্যাটিং করেছিলেন৷ সেই রেকর্ডকে পিছনে ফেলে দিলেন সিদ্ধার্থ মোহিতে (Siddharth Mohite)৷
মারে বোলার আর বোলিং মেশিন দুজনের বিরুদ্ধেই ব্যাট করেছিলেন৷ সিদ্ধার্থ শুধু বোলারদের মুখোমুখি হয়েছেন৷ মোহিতে বিবৃতি জারি করে বলেছেন,  ‘‘আমি খুব খুশি আমি যেটা চেষ্টা করেছিলাম তা সফল হয়েছে৷ এটা একটা পদ্ধতি যেখানে আমি লোককে দেখাতে চাই আমি সকলের থেকে আলাদা কিছু করতে চাই৷ ’’
advertisement
advertisement
গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে  (guinness world records) পাঠানো হয়েছে ব্যাটিংয়ের রেকর্ডিং
মোহিত তাঁর প্রচেষ্টায় তাঁর কোচ জ্বালা সিংও তাঁকে এই বিষয়ে তাঁকে সাহায্য করেছেন৷ প্রত্যেকেই তাঁকে মানা করছে৷ এরপর তিনি জ্বালা স্যারের সঙ্গে যোগাযোগ করেন৷ তিনি বলেছিলেন নিশ্চয়, কেন করবে না৷ তিনি আমাদের পুরো সমর্থণ করেছিলেন৷ তিনি  মোহিত নিজের কোচ সম্পর্কে আরও বলেছেন যে যখন তাঁর যে জিনিসটা দরকার পড়েছে তা তিনি করিয়ে দিতেন৷
advertisement
বোলারদের গ্রুপ মোহিতের সহযোগিতায় প্রচুর পরিশ্রম করেছেন৷ তাঁর এই পুরো সেশনের সময়ে তাঁর সঙ্গে ছিলেন৷ নিয়ম অনুযায়ি ব্যাটসম্যানরা প্রতি এক ঘণ্টায় পাঁচ মিনিটের বিরতি নিতে পারেন৷ মোহিতের রেকর্ডিং আর তার সম্পর্কিত কাগজপত্র গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে (guinness world records)  পাঠিয়ে দিয়েছেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Guiness World Records: এক-দু ঘণ্টা নয়, টানা ৭২ ঘণ্টা-র বেশি ক্রিজে নয়া নজির মুম্বইয়ের ক্রিকেটারের, চিনে নিন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement