Gautam Gambhir In Ipl 2022: আইপিএলের সব থেকে ধনী দলে এবার গৌতম গম্ভীর, পেলেন বড় দায়িত্ব

Last Updated:

Gautam Gambhir In Lucknow Franchise: আইপিএলের ইতিহাসে সব থেকে দামি দল। এবার সেই দলে বড় দায়িত্বে গৌতম গম্ভীর।

#মুম্বই: IPL 2022-এ এবার সব থেকে ধনী দলে এবার গৌতম গম্ভীর। টি-টোয়েন্টি লিগের জন্য লখনউ ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলের মেন্টর করেছে। টি-টোয়েন্টি লিগের ইতিহাসে সবচেয়ে দামি দল লখনউ। ৭০৯০ কোটি টাকায় দলটিকে কিনেছে RPSG গ্রুপ। আইপিএল টি-টোয়েন্টি লিগে (IPL 2022) পরবর্তী মরশুম থেকে ৮টির পরিবর্তে ১০টি দল মাঠে নামবে। লখনউ ছাড়াও আহমেদাবাদও লিগের সঙ্গে যুক্ত হয়েছে। সম্প্রতি ২৭ জন ক্রিকেটারকে ধরে রেখেছে আটটি পুরনো দল। জানুয়ারিতে মেগা নিলাম হতে পারে বলে খবর।
আরও পড়ুন- বিরাট কোহলির সঙ্গে রবি শাস্ত্রীর সম্পর্কে ফাটল ? ফোন, কথাবার্তা সব বন্ধ ?
গৌতম গম্ভীর তাঁর অধিনায়কত্বে কেকেআরকে দুবার চ্যাম্পিয়ন করেছেন। গম্ভীরকে দল থেকে সরিয়ে ফেলার পরর আর এখনও পর্যন্ত কখনও শিরোপা জিততে পারেনি কলকাতা নাইট রাইডার্স। জাতীয় দলের হয়ে ২বার বিশ্বকাপ জয়ী দলেরও সদস্য ছিলেন তিনি। টিম ইন্ডিয়া ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। সেই দলে ছিলেন গম্ভীর। এছাড়া ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। ফাইনালে অসাধারণ ইনিংস খেলেছিলেন গম্ভীর। দুটি টুর্নামেন্টের ফাইনালেই দুর্দান্ত ইনিংস খেলেছিলেন গম্ভীর। এবার তিনি লখনউ দলকে প্রস্তুতিতে সাহায্য করবেন। প্রথমবারের মতো আইপিএল খেলতে নামছে দলটি।
advertisement
অ্যান্ডি ফ্লাওয়ারের পর যোগ হলেন আরেক কিংবদন্তি-
advertisement
লখনউ ফ্র্যাঞ্চাইজি জিম্বাবুয়ের প্রাক্তন অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছে। এর আগে তিনি পাঞ্জাব কিংসের সহকারী কোচ ছিলেন। ক্রিকবাজের খবর অনুযায়ী, দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা গম্ভীরের দলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া সহকারী কোচ হিসেবে দলের সঙ্গে যোগ দেবেন প্রাক্তন উইকেটরক্ষক বিজয় দাহিয়া। বর্তমানে তিনি ইউপি দলের প্রধান কোচ।
advertisement
আরও পড়ুন- ধারেকাছে নেই বিরাট, রোহিত ! টি ২০ তে অনন্য নজির এই পাক তারকার
জানুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে আইপিএলের মেগা নিলাম। তার আগে তিনজন ক্রিকেটারকে দলের সঙ্গে যুক্ত করতে পারে লখনউ। খবর অনুযায়ী, দলের অধিনায়ক হতে চলেছেন কেএল রাহুল। গত মরশুমে পাঞ্জাব কিংসের অধিনায়ক ছিলেন তিনি। কিন্তু দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। পাঞ্জাবও তাঁকে ধরে রাখতে চায়নি।
বাংলা খবর/ খবর/খেলা/
Gautam Gambhir In Ipl 2022: আইপিএলের সব থেকে ধনী দলে এবার গৌতম গম্ভীর, পেলেন বড় দায়িত্ব
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement