Kashmir Terrorist Attack: 'প্রতিশোধ চাই', ফুঁসছে গোটা দেশ! ভারত এবার কী করবে, জানিয়ে দিলেন গৌতম গম্ভীর
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
সমাজের বিভিন্ন স্তরের মানুষের একটাই দাবি, জঙ্গিদের যেন রেয়াত করা না হয়! টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরও এবার দোষীদের চূড়ান্ত শাস্তির দাবি তুললেন।
কাশ্মীর: পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদের ঘটনার পর ফুঁসছে গোটা দেশ। সমাজের বিভিন্ন স্তরের মানুষের একটাই দাবি, জঙ্গিদের যেন রেয়াত করা না হয়! টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরও এবার দোষীদের চূড়ান্ত শাস্তির দাবি তুললেন।
সৌরভ গঙ্গোপাধ্যায়, যুবরাজ সিং, বীরেন্দ্র শেহবাগ, কেএল রাহুল, শুভমন গিল, বিরাট কোহলির মতো ক্রিকেট তারকারাও এই ঘটনার নিন্দা করেছেন। দোষীদের শাস্তির দাবি করেছেন তাঁরা। এক্স হ্যান্ডেলে যুবরাজ লিখেছেন, ‘পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর সন্ত্রাসবাদী হামলার খবরে আমি ব্যথিত। মৃতদের পরিবারের জন্য প্রার্থনা করছি। মনুষ্যত্বের লড়াইয়ে আমরা একত্রিত হই।’
শুভমান গিল লিখেছেন, ‘পহেলগাঁওয়ে হামলার খবর হৃদয়বিদারক। নিহতদের পরিবারের জন্য আমার প্রার্থনা রইল। আমাদের দেশে এইধরনের নৃশংসতার জায়গা নেই।’ গৌতম গম্ভীর প্রতিশোধের হুঙ্কার দিলেন। টিম ইন্ডিয়ার হেড কোচ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। গম্ভীর লিখেছেন, ‘মৃতদের পরিবারের জন্য প্রার্থনা করছি। এই ঘটনার জন্য যারা দায়ী, তাঁদের শাস্তি পেতেই হবে। ভারত ছেড়ে কথা বলবে না।’
advertisement
advertisement
জানা গিয়েছে, সৌদি আরব সফর কাটছাঁট করে দেশে ফিরবেনন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মিনি সুইজারল্যান্ড হিসেবে খ্যাত কাশ্মীরের পহেলগাঁও। সেখানে এমন হামলা! হামলাকারীদের চরম শাস্তির দাবি জানিয়েছেন বহু মানুষ। বাদ যাননি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তিনি এই হামলায় জড়িতদের চূড়ান্ত শাস্তি দাবি করেছেন।
advertisement
সৌরভ বলেছেন, এমন নক্কারজনক জঙ্গিহামলায় যাঁরা প্রাণ হারালেন, তাঁদের পরিবার ও আত্নীয়দের প্রতি আমার সমবেদনা। পহেলগাঁওয়ের এই হামলায় যাঁরা জড়িত, তাঁদের চূড়ান্ত শাস্তির দাবি রইল। কাউকে যেন রেয়াত করা না হয়!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 23, 2025 2:53 PM IST