'গড়পড়তা ক্রিকেটার'! আফ্রিদিকে এবার সপাটে মাঠের বাইরে পাঠালেন গম্ভীর

Last Updated:

গম্ভীরের অ্যাটিটিউড নিয়েও আত্মজীবনীতে প্রশ্ন তোলেন আফ্রিদি।তিনি বলেন, গম্ভীর একজন গড়পড়তা ক্রিকেটার। ওঁর কোনও বড় রেকর্ড নেই।

#নয়াদিল্লি: ২৪ ঘণ্টাও পার হল না। হুক করে পাকিস্তানি ক্রিকেটার আফ্রিদিকে মাঠের বাইরে পাঠালেন। গৌতম গম্ভীর। সঙ্গে রইল বাছা বাছা বিশেষণ।
যুদ্ধের সূত্রপাত শুক্রবার। নিজের সোশ্যাল মিডিয়া উত্তাল হয় আফ্রিদির আ্ত্মজীবনীর 'গেমচেঞ্জার'-এর কারণে। সেখানে বাছাই ভারতীয় খেলোয়ারদের প্রতি বিষোদগার করেন আ্ফ্রিদি। সেই তালিকায় ছিল গম্ভীরের নামও। এ দিন সেই নিন্দারই জবাব দিয়েছেন গম্ভীর। নিজের টুইট হ্যান্ডেলে গম্ভীর আফ্রিদিকে মেনশন করেই লিখেছেন- "যে নিজের বয়েস মনে রাখতে পারে না সে আমার রেকর্ড মনে রাখবে কী করে!"
advertisement
advertisement
advertisement
এর পর তিনি ২০০৭ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে পরিসংখ্যান তুলে এনেছেন। গম্ভীর লিখছেন, "২০০৭ সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আমি ৫৪ বলে ৭৫ রান করেছিলাম। আর আফ্রিদি করেছিল ১ বলে ০। "
গম্ভীরের অ্যাটিটিউড নিয়েও আত্মজীবনীতে প্রশ্ন তোলেন আফ্রিদি।তিনি বলেন, গম্ভীর একজন গড়পড়তা ক্রিকেটার। ওঁর কোনও বড় রেকর্ড নেই। অথচ ও নিজেকে ডন ব্র্যাডম্যান ও জেমস বন্ড মনে করেন। এর উত্তরটা সপাটে দিয়েছেন গম্ভীর। তিনি লিখেছেন, "হ্যাঁ আমার তাঁদের প্রতি অ্যাটিটিউড রয়েছে যারা মিথ্যেবাদী, সুবিধেবাদী এবং বিশ্বাসঘাতক।"
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
'গড়পড়তা ক্রিকেটার'! আফ্রিদিকে এবার সপাটে মাঠের বাইরে পাঠালেন গম্ভীর
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement