Gautam Gambhir: ধোনি নিয়ে অযথা ন্যাকামি পছন্দ নয় গম্ভীরের! জাহির, যুবরাজের অবদান মনে করিয়ে দিলেন

Last Updated:

গৌতম মনে করিয়ে দিতে চান একজন অধিনায়ক ততটাই ভাল, যতটা তার দল। তাই ধোনি একা দেশকে কিছু দেননি।

দিল্লি: এই কথা তিনি আগেও বলেছেন। আবারও বললেন। আর কদিন পর শুরু এশিয়া কাপ। তারপর ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ। আজ থেকে বার বছর আগে শেষবার একদিনের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেটা মনে থাকার কথা প্রত্যেক ক্রিকেট প্রেমির। মুম্বইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে শ্রীলংকার বিরুদ্ধে ভারতের জয়। স্বর্ণাক্ষরে লেখা আছে।
যদিও গৌতম গম্ভীর মনে করেন ১২ বছর আগে ভারতের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের কারণ হিসেবে সব জায়গায় মহেন্দ্র সিং ধোনির অবদান যতটা দেখানো হয়, ততটা বলা হয় না যুবরাজ, জাহির, মুনাফ, রায়না অথবা সচিন তেন্ডুলকরের কথা। ওই ফাইনালে ধোনি ৯১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। শ্রীলংকার কুলুশখেরার বলে লং অনের ওপর দিয়ে ছক্কা মেরে ভারতের স্বপ্ন সফল করেছিলেন।
advertisement
গম্ভীর মনে করেন মিডিয়া ধোনির ইনিংসকে যতটা গুরুত্ব দেয়, ততটা দেওয়া হয় না ওই ম্যাচের তার ৯৭ রানের ইনিংসকে। আজ পর্যন্ত দেওয়া হয়নি। তবে সেটা নিয়ে তার মন খারাপ নেই। গম্ভীর বলতে চান আজকালকার দিনে যতটা গুরুত্ব দেওয়া হয় মিডিয়ার পছন্দের ক্রিকেটারকে, সেটা দেখতে খারাপ লাগে। মনে হয় মিডিয়া যেন একজন ক্রিকেটারের পাবলিক রিলেশনের কাজ করছে।
advertisement
advertisement
advertisement
গৌতম সাক্ষাৎকারে আজ জানিয়েছেন যেভাবে ২০১১ সালের টুর্নামেন্টে জাহির ওপেনিং স্পেল করেছিলেন এবং যুবরাজ অল রাউন্ড পারফর্ম করেছিলেন সেটা সমান গুরুত্ব দিয়ে প্রচার করা উচিত ছিল মিডিয়ার। সচিন সবচেয়ে বেশি রান করেছিলেন। যুবরাজ হয়েছিলেন টুর্নামেন্টের সেরা। কিন্তু মিডিয়া ধোনির ছক্কাকে এমন ভাবে প্রমোট করেছিল যাতে মনে হয়েছিল তিনি একাই ভারতকে ট্রফি দিয়েছেন।
advertisement
গৌতমের মতে দুঃখের ব্যাপার হলেও এটাই সত্যি যে মিডিয়া একজন প্লেয়ারের ভাগ্য বিধাতা হয়ে উঠছে আজকাল। অনেক সময় সেটা সঠিক বিচার পায় না। যোগ্যতা কম, নিজেদের স্বার্থসিদ্ধির খেলা এখানে বেশি থাকে। এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। ধোনি অবশ্যই ভারতের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক।
তিনটে ট্রফি দিয়েছেন। কিন্তু গৌতম মনে করিয়ে দিতে চান একজন অধিনায়ক ততটাই ভাল, যতটা তার দল। তাই ধোনি একা দেশকে কিছু দেননি। ওই সময় প্রত্যেক ক্রিকেটার নিজেদের সেরা ক্রিকেট খেলেছিল বলেই ভারত তিনটে আইসিসি ট্রফি জিততে পেরেছিল। এটা যেন কেউ ভুলে না যান।
বাংলা খবর/ খবর/খেলা/
Gautam Gambhir: ধোনি নিয়ে অযথা ন্যাকামি পছন্দ নয় গম্ভীরের! জাহির, যুবরাজের অবদান মনে করিয়ে দিলেন
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement