Dhoni: ধোনিকেও বোকা বানাতে পারত একমাত্র গৌতম গভীর! রহস্য ফাঁস করলেন ইরফান পাঠান
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
মুম্বই: গত কয়েকদিন ধরে বিরাট বনাম গৌতম গম্ভীর ঝগড়া নিয়ে প্রচুর লেখালেখি এবং আলোচনা হয়েছে চারিদিকে। ব্যাপারটা আর মনে রাখা উচিত নয় জানিয়েছেন ইরফান পাঠান। তবে যারা মনে করছেন গৌতম গম্ভীর শুধুমাত্র গরম মাথার ক্যাপ্টেন তাদের সাথে একমত নন ইরফান। ইরফান মনে করেন গৌতম গম্ভীর একমাত্র ক্যাপ্টেন যে সরাসরি চ্যালেঞ্জ করতে পারত মহেন্দ্র সিং ধোনিকেও। কারণ সেই সাহস এবং টেকনিক জানা ছিল গম্ভীরের।
এটা আজ পর্যন্ত দ্বিতীয় কোনও ক্রিকেটারের মধ্যে দেখতে পান ইরফান। কলকাতা নাইট রাইডার্স দু’বার আইপিএল চ্য়াম্পিয়ন হয়েছে, সেই সময় দলের অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। কেকেআরকে ট্রফি জয়ের স্বাদ পাইয়ে দেন তিনি। মহেন্দ্র সিং ধোনির দলকে ফাইনালে হারায় তারা। ২০১২ সালের আইপিএল ফাইনাল। কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস ফাইনালে মুখোমুখি হয়।
advertisement
MS Dhoni averages 42 with 132 SR
Vs KKR.🔥Where, Gambhir averages 29 with 123 SR vs CSK.🤢
Poor Gambhir should first find a way to play against CSK than finding ways to play with MS Dhoni’s ego https://t.co/nvJX94gI0f
— ♚ (@balltampererr) May 4, 2023
advertisement
advertisement
সেই বছর চেন্নাই সুপার কিংস কেকেআরের কাছে হেরে যায়। কলকাতা প্রথমবার আইপিএল ট্রফি হাতে তোলে গৌতম গম্ভীরের নেতৃত্বে।পাঠান জানান, সেই সময় গম্ভীর যখন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন তখন ধোনির বিরুদ্ধে গৌতম টেস্ট ম্যাচের মতো ফিল্ডিং সাজাতেন। তখন কলকাতার সবচেয়ে নির্ভরযোগ্য স্পিনার সুনীল নারিন বা পীযূষ চাওলাকে বলে নিয়ে আসতেন।
advertisement
অধিকাংশ সময় ধোনি সেই ফাঁদে পা দিতেন। ধোনির যে ধীরে শান্ত স্বভাব রয়েছে তাঁর ফলে ও অনেক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। একে অপরের বিরুদ্ধে খেলার সময় ধোনিকে আউট করার জন্য গম্ভীরের কৌশলও তিনি বুঝে নেন।পাঠান বলেন, কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক থাকাকালীন এই গৌতম গম্ভীর মহেন্দ্র সিং ধোনির ইগোয় ধাক্কা দেয়।
advertisement
ও একমাত্র ক্রিকেটার যা বছরের পর বছর ধরে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তাল মিলিয়ে খেলে গিয়েছে। ধোনিকে বারবার সমস্যার মধ্যে ফেলেছে ও। গম্ভীরের ফিল্ডিং সাজানো দেখে নড়ে যেত ধোনি। ইরফান মনে করেন এবারের আইপিএলে গুজরাত, রাজস্থান এবং চেন্নাইয়ের পর চতুর্থ দল হিসেবে প্লে অফ খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে লখনউ সুপার জায়ান্ট দলের। মেন্টর গৌতম গম্ভীর সেটা করে দেখাবেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 05, 2023 11:25 AM IST